শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায় *** অবশ্যই শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা পরিচালিত হবে: শামা ওবায়েদ *** গণভোট নিয়ে সরকারকে ইসির চিঠি: প্রশ্ন, বিতর্ক ও বাস্তবতা *** আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক *** বিদ্যুৎগ্রাহকদের জন্য সুখবর

পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর দেশে মহাধ্বংসযজ্ঞ চলছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতেই জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে।’

আজ শনিবার (৩১শে জানুয়ারি) বেলা ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোবারক হোসেনের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

জামায়াতের আমির বলেন, ‘আপনাদের আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১-দলীয় জোটকে মনোনীত করেন, তাহলে আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না। এই প্রতিশ্রুতি আমি আজকে দিচ্ছি, ইনসাফের ভিত্তিতে আপনাদের সব পাওনা ও অধিকার আপনাদের হাতে তুলে দেব ইনশা আল্লাহ।’

নারীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আমরা নারীদের সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই। সমাজ এখন আপনাদের বহু ব্যাপারে সম্মান দেয় না। পরিবারও অনেক ব্যাপারে আপনাদের ন্যায্য অধিকারটা দিতে চায় না। পরিবার থেকে কর্মস্থল—আমরা সব ক্ষেত্রে আপনাদের সম্মানকে সুপ্রতিষ্ঠিত করব ইনশা আল্লাহ। ঘরে এবং বাইরে সম্মানের পাশাপাশি আপনাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তরুণদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। আমরা যুবকদের হাতকে শক্তিশালী করতে চাই। যাতে যুবকেরা দেশ গড়ার একজন কারিগর হিসেবে দায়িত্ব পালন করতে পারে এবং গর্বের সঙ্গে পরিচয় দিতে পারে—আমিই বাংলাদেশ। যুবকেরা নিজেদের কাজের অধিকারের জন্য রাস্তায় নেমে এসেছিল, বেকার ভাতা খাওয়ার জন্য নয়।’

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ। বক্তৃতা শেষে মোবারক হোসেনের হাতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াতের আমির।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250