রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

শীত এলেই গরম পানিতে গোসল, ঠিক করছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে গোসল করা যেন যুদ্ধ জয়ের মতো। যাদের বাড়িতে গিজার রয়েছে তারা অনেকটাই আরামে থাকেন। ঠান্ডা যতই হোক না কেন, গিজার ছেড়ে ফুটন্ত গরম পানিতে সেরে নেন গোসল। কিন্তু এটা কি ঠিক? গরম পানিতে গোসল করে ক্ষতি করছেন না তো ত্বক ও চুলের!

বিকেল হলেই ঠান্ডা যেন বাড়তেই থাকে। অনেকে সকালে ঘর থেকে বের হতে পরছেন গরম কাপড়। আর রাতের বেলায় বাড়ি ফিরতে শীত পোশাকের বিকল্প নেই বললেই চলে। তাই বাড়ি ফিলে ঠান্ডা পানিতে গোসল করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু গিজারের গরম পানিতে গোসল করা কি ঠিক? এই গরম পানি আপনার ত্বক ও চুলের কতটা ক্ষতি করতে পারে জানেন?

আরো পড়ুন : যে লক্ষণে বুঝবেন প্রাক্তন আবার ফিরতে চাচ্ছে জীবনে

ফুটন্ত গরম পানিতে গোসল করলে ত্বকে থাকা সেবাম নষ্ট হয়ে যায়। এতে আপনার ত্বকে প্রাকৃতিকভাবে থাকা তেল নষ্ট হয়ে যায়। এতে ত্বক আরো বেশি শুষ্ক ও স্পর্শকাতর হয়ে ওঠে। আর শীতে এই সমস্যা ত্বকের জন্য মারাত্মক।

গরম পানি দিয়ে গোসল করলে ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায়। এটি আপনার চুলে খুশকির সমস্যা বাড়িয়ে দেয়। কারণ গরম পানি স্ক্যাল্পকে অনেকটাই শুষ্ক করে দেয়। এতে খুশকি বাড়বে। শুধু তাই নয়, এতে চুলও শুষ্ক হয়ে যায়। আর চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল নিস্তেজ ও নির্জীব দেখায়।

এখন অনেকে ভাবতে পারেন যে, তবে কী শীতকালে গরম পানিতে গোসল করা যাবে না! ঠিক তা নয়। একেবারে গরম পানি শরীরে না দেওয়াই ভালো। ঠান্ডা পানির সঙ্গে গরম পানি মিশিয়ে গোসল করতে পারেন। এতে আপনার ত্বক ও চুল দুটোই ভালো থাকবে। সেই সঙ্গে ত্বকে সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন।

এস/ আই.কে.জে/       

গরম পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন