রিয়াদে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত পরীক্ষা চলাকালীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেন।
স্থানীয় সময় সকাল ৮:৩০টায় তিনি রিয়াদস্থ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শন করেন।
আরো পড়ুন: সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ পরীক্ষা চলবে।
এইচআ/ আই.কে.জে/