শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায় *** অবশ্যই শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা পরিচালিত হবে: শামা ওবায়েদ *** গণভোট নিয়ে সরকারকে ইসির চিঠি: প্রশ্ন, বিতর্ক ও বাস্তবতা *** আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক *** বিদ্যুৎগ্রাহকদের জন্য সুখবর

প্রিমিয়ার লিগে যেখানে ‘রাজত্ব’ সালাহর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম লিগ ম্যাচে গোল করাটাকে একরকম নিয়মেই পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলা ৯ মৌসুমের ৮টিতেই লিগের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড। শুধু ২০২৩–২৪ মৌসুমে প্রথম লিগ ম্যাচে চেলসির বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। সেদিনও অবশ্য বল জালে ঠিকই জড়িয়েছিলেন, কিন্তু সেই গোল বাতিল হয় ভিএআরে।

গতকাল শুক্রবার (১৫ই আগস্ট) রাতেও মনে হচ্ছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হবে এবং সালাহকে গোলবঞ্চিত থাকতে হবে। যদিও উত্থান–পতনের নাটকীয় ম্যাচটিতে শেষ পর্যন্ত নিরাশ হতে হয়নি সালাহকে।

ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায়, তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সালাহর পা থেকে আসে দারুণ এক গোল। এই গোলে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলের ৪–২ ব্যবধানের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রথম লিগ ম্যাচে গোল করার রেকর্ডটাকে আরও সুসংহত করেছেন সালাহ।

গতকাল রাতে করা গোলটিসহ প্রিমিয়ার লিগের প্রথম ‘ম্যাচ ডে’তে সালাহর গোলসংখ্যা এখন ১০। এই তালিকায় গত মৌসুমেই এককভাবে শীর্ষে উঠেছিলেন সালাহ। ২০২৪–২৫ মৌসুমে ইপসউইচ টাউনের বিপক্ষে প্রথম ম্যাচে গোলের পর সালাহর গোল হয়েছিল ৯টি। যার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ৮ গোল করা জেমি ভার্ডি, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। আর এবার সালাহ যেন নিজেকেও ছাড়িয়ে গেলেন।

শুধু গোল করায় নয়, গোলে অবদান বিবেচনা করলেও সালাহ সবার ওপরে অবস্থান করছেন। এখন পর্যন্ত প্রথম ম্যাচে ১৫ গোলে অবদান (১০ গোল ও ৫ গোল করিয়েছেন) রেখেছেন সালাহ। এ তালিকায় দ্বিতীয় ওয়েন রুনি, যিনি অবদান রেখেছেন ১৩ গোলে (৮ গোল ও ৫ গোল করিয়েছেন)।

প্রথম দিনের রেকর্ডে রাজত্ব প্রতিষ্ঠার পাশাপাশি এদিন আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন সালাহ। অ্যানফিল্ডে এটি তার ১০৬তম প্রিমিয়ার লিগ গোল। একক ভেন্যুতে গোল করার ক্ষেত্রে সালাহ ছুঁয়েছেন সের্হিও আগুয়েরোকে। আগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাদ স্টেডিয়ামে করেছিলেন ১০৬ গোল। এ তালিকায় কেবল থিয়েরি অঁরি এগিয়ে—তিনি আর্সেনালের মাঠ হাইবুরিতে করেন ১১৪ গোল।

এ ছাড়া প্রিমিয়ার লিগে গোলে অবদানে সালাহ ছুঁয়েছেন রায়ান গিগসকে। সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে অংশ নিয়ে মোট ২৭১ গোলে অবদান রেখেছেন। এর মধ্যে ১৮৫টি গোল করার পাশাপাশি সহায়তা করেছেন আরও ৮৬ গোলে।

মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250