শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের ফল প্রকাশ আগামী সপ্তাহে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়ছে। এখন যাচাইবাছাই চলছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, আগামী সপ্তাহে প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) তিনি এই তথ্য জানান। এর আগে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা মার্চে

সচিব জানান, ত্রুটি-বিচ্যুতির কারণে কেউ যেন বঞ্চিত না হয়, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

গত ৮ই ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

২০শে ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। গত ৩১শে জানুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়

এইচআ/ আই. কে. জে/ 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন