মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোদির সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।

শুক্রবার (১৬ই আগস্ট) নরেন্দ্র মোদি এ নিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন।

পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।

ওআ/ আই.কে.জে/

ড. ইউনুস

খবরটি শেয়ার করুন