বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন তুর্কি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তারকাবহুল এই অনুষ্ঠানে মঞ্চেও হাজির হন তিনি। সেই অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

অনুষ্ঠানের ভাইরাল ভিডিওগুলোর মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে একটি ক্লিপ, যেখানে মঞ্চে শাহরুখ খানের সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। 

এই দুজনের সঞ্চালনার একটি মুহূর্ত নিজের ফোনে রেকর্ড করতে দেখা যায় আরেক তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক শাহরুখ ভক্ত হান্দেকে শাহরুখ খানের ‘ফ্যানগার্ল’ বলে মন্তব্য করতে শুরু করেন। আর এরপরই বাঁধে বিপত্তি, যত বিতর্কের শুরু এর পর থেকেই। 

পরে জনপ্র্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চের ভিডিওর দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘এই কাকু কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তার (শাহরুখ) ভক্ত নই!! দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন!!’ এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলে সম্বোধন করায় অভিনেতার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। 

তবে এই স্টোরিটি বর্তমানে এ তুর্কি সুন্দরীর ইনস্টাগ্রামে আর দেখা যাচ্ছে না। ফলে স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, অভিনেত্রী প্রথমে স্টোরিটি পোস্ট করেছিলেন এবং পরে তা মুছে ফেলেন। যদিও এ বিষয়ে হান্দে এরচেল নিজে থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। 

এদিকে পুরো ঘটনাটি নিয়ে শাহরুখ খানও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে জয় অ্যাওয়ার্ডস ২০২৬ ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে। 

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250