ছবি: সংগৃহীত
চীন হেডহান্টারের ছদ্মবেশে গুপ্তচর ব্যবহার করে ব্রিটিশ এমপিদের নিয়োগের চেষ্টা করছে বলে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ সতর্ক করেছে। এটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাজ্যে বেইজিংয়ের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। খবর এএফপির।
দুই সন্দেহভাজন চীনা গুপ্তচরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি মামলা বাতিল হওয়ার পর এবং লন্ডনে বিতর্কিত নতুন দূতাবাস ভবন নির্মাণের বেইজিংয়ের অনুরোধ নিয়ে সরকার ভাবনাচিন্তা করছে—এসব কারণে যুক্তরাজ্যে চীনা গুপ্তচরবৃত্তি নিয়ে আশঙ্কা বেড়েছে।
সিকিউরিটি মন্ত্রী ড্যান জারভিস হাউস অব কমন্সে বলেন, ‘মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকালে এমআই৫ একটি গুপ্তচরবৃত্তি সতর্কতা জারি করেছে’—এমপি ও সংসদীয় কর্মীদের উদ্দেশে—‘যাতে তাদের সতর্ক করা হয় যে চীনা পক্ষ আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে।’
জারভিস বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে চীন এমন ব্যক্তিদের নিয়োগ ও গড়ে তোলার চেষ্টা করছে, যাদের কাছে সংসদ ও যুক্তরাজ্য সরকারের সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার রয়েছে।’
এমআই৫–র সতর্কতা অনুযায়ী, এসব কার্যক্রম পরিচালনা করছে ‘চীনা গোয়েন্দা কর্মকর্তারা, যারা প্রায়শই ছদ্মবেশ হিসেবে কভার-কোম্পানি বা বাইরের হেডহান্টার ব্যবহার করে,’ বলেন জারভিস।
এমআই৫ দুটি অনলাইন প্রোফাইলের নামও প্রকাশ করেছে, যেগুলোকে ‘চীনা গোয়েন্দা কর্মকর্তাদের হয়ে কাজ করা বৈধ হেডহান্টার হিসেবে বিশ্বাস করা হয়’ এবং যারা লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে লক্ষ্যবস্তুদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিল।
জে.এস/
খবরটি শেয়ার করুন