শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে সহিংসতা: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত *** প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি *** নুরের ওপর হামলা তদন্তে তিন সদস্যের কমিশন গঠন *** পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ থেকে বর্ণাঢ্য আয়োজন *** দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা *** চিরকুমার আরমানির ১০ বিলিয়ন ডলারের ফ্যাশন সাম্রাজ্য এখন কার *** গাজীপুরে বাড়ল ১ আসন, কমল বাগেরহাটে *** দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার: সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা সিআইডির *** মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবে না *** জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর যে কারণে গ্রেপ্তার

আলোচিত ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

বিরাট কোহলি। ফাইল ছবি: ক্রিকইনফো

গত ৪ঠা জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএলে শিরোপা জয় উদ্‌যাপনে ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে ১১ জন মারা যান। আহত হন ৭৫ জন। ৩ মাস পর এই ঘটনা নিয়ে মুখ খুললেন বেঙ্গালুরুর সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি।

সর্বশেষ আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে বেঙ্গালুরু। পরের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর সমর্থকেরা শিরোপা জয় উদ্‌যাপনের জন্য সমবেত হন।

তবে ফ্র্যাঞ্চাইজিটি এসব করে স্থানীয় পুলিশের অনুমতি না নিয়ে। সেদিন বেঙ্গালুরু শহরের বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করতে করতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়া, ফিল সল্টরা।

ওই দিন সকালেই ফ্র্যাঞ্চাইজিটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে কোহলিকে দিয়ে প্রচার চালায়। ভিডিও পোস্টে কোহলি ভক্ত-সমর্থকদের শিরোপা–উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ফলে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কয়েক গুণ বেশি মানুষ সেখানে আসেন। এই দুর্ঘটনায় ফ্র্যাঞ্চাইজিকেই দায়ী করেছিল ভারতের কর্ণাটক রাজ্য সরকার। এত কিছু হয়ে গেলেও কোহলি কিছুই বলেননি।

গতকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) বেঙ্গালুরুর ওয়েবসাইটে প্রকাশিত একটি বার্তায় কোহলি বলেছেন, ‘জীবনে কোনো কিছুই ৪ঠা জুনের মতো হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হতে আমাদের প্রস্তুত করতে পারে না। যে মুহূর্তটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে আনন্দের হওয়ার কথা ছিল, সেটি একটি ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবার এবং আহত ভক্তদের জন্য আমি প্রার্থনা করছি। আপনাদের এই অপূরণীয় ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।’

বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদারও ভক্তদের উদ্দেশে আবেগপূর্ণ বার্তা দিয়েছেন, ‘প্রতিবার যখন আমি বেঙ্গালুরুর জন্য মাঠে নামি, প্রতিবার আবেগ থেকেই মাঠে নামি। আর সেই আবেগ আপনাদের কাছ থেকে আসে, আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং অকুণ্ঠ সমর্থন থেকে। আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন। আমি মন থেকে আপনাদের জানাতে চাই, আমরাও আপনাদের পাশে আছি। আপনারা সবাই আমার চিন্তা ও প্রার্থনায় আছেন।’

এই ভয়াবহ দুর্ঘটনার পর সম্প্রতি বেঙ্গালুরু কর্তৃপক্ষ নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য তারা ছয়টি পয়েন্টের একটি বিশদ পরিকল্পনাও প্রকাশ করেছে। নিহত ভক্তদের স্মরণে শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানিয়েছে দলটি।

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন