ছবি: সংগৃহীত
প্রবাসীদের কথা চিন্তা করে একটি জরিপ চালিয়েছে, বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এইচএসবিসি ব্যাংক। তাতে জানানো হয়েছে প্রবাসীদের ক্যারিয়ার গড়ার জন্য কোন দেশ ভালো এবং র্যাংকিংয়ে ওই দেশটির অবস্থান কততম।
জরিপে দেখা গেছে, শীর্ষ ১০ দেশের মধ্যে সবার প্রথমে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। এরপর আছে যথাক্রমে জার্মানি, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, হংকং, যুক্তরাজ্য ও বাহরাইন। ব্রিটেনের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ব্যাংকটি ১৯০টি দেশ ও অঞ্চলের প্রায় ২৭ হাজার প্রবাসীর ওপর গবেষণা জরিপ চালিয়েছে। এইচএসবিসির প্রতিবেদনে শীর্ষ দেশগুলোর মধ্যে ৮টি দেশের প্রবাসীদের আয় ও বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশগুলোর অবস্থান দেওয়া হলো:
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৮৮ হাজার ২৭৫ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এ হিসেবে মাসে আয় ১২ লাখ টাকার ওপরে। এ আয় বৈশ্বিকভাবে প্রায় দ্বিগুণ।
জার্মানি
ইউরোপের দেশ জার্মানিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৯৭ হাজার ৬৯৩ মার্কিন ডলার। চাকরিতে নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রবাসীদের জন্য দেশটি ২০১৬ সালে সেরা গন্তব্যস্থলে পরিণত হয়েছে।
সুইডেন
সুইডেনে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৮৪ হাজার ৮০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ লাখ ৮৭ হাজার টাকা। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ প্রবাসী জানিয়েছে, দেশটিতে কাজের পরিবেশ ভালো।
সংযুক্ত আরব আমিরাত
এখানে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ১ লাখ ১২ হাজার ৮২০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯ লাখ টাকা। এ হিসেবে মাসে আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
নরওয়ে
দেশটিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৯৭ হাজার ৪৮৬ মার্কিন ডলার। ৮৭ ভাগ প্রবাসী জানিয়েছে ২০১৬ সালে নরওয়ে প্রবাসীদের জন্য সাড়া জাগানো সফলতা দেখিয়েছে।
সিঙ্গাপুর
সিঙ্গাপুরে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ১ লাখ ৩৮ হাজার ৬৪১ ডলার। তবে দেশটি প্রবাসীদের জীবনযাপনের জন্য খুব বেশি ইতিবাচক হতে পারেনি। ৬২ ভাগ প্রবাসী তাদের ক্যারিয়ারে উন্নতি করেছে বলে জানিয়েছে। তবে ৩০ ভাগ বলছে, তারা উন্নত জীবনযাপনে পৌঁছাতে পারেনি।
অস্ট্রিয়া
এখানে প্রবাসীদের বার্ষিক গড় বেতন ৮৫ হাজার ২৮৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা। এইচএসবিসির র্যাংকিংয়ে দেশটি এই প্রথম শীর্ষ ১০- এ ঢুকেছে।
হংকং
হংকংয়ে প্রবাসীদের বার্ষিক গড় আয় ১ লাখ ৬৯ হাজার ৭৫৬ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের আয়ের জন্য এটি ভালো জায়গা হলেও যারা উন্নত জীবনযাপন করতে চায়- তাদের জন্য মোটামুটি।
ওআ/