শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাজেট নিয়ে মতামত ১ হাজার শব্দের বেশি নয়: অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ নাগরিক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলোর মতামত নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ই থেকে ১৯শে জুন পর্যন্ত এ মতামত গ্রহণ করা হবে। মতামতের জন্য শব্দসীমা সর্বোচ্চ ১ হাজার নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ২রা জুন প্রস্তাবিত বাজেটটি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক রদবদলের পর নতুন বাস্তবতায় এটি প্রস্তুত করা হয়েছে।

মতামত দিতে আগ্রহীদের অর্থ বিভাগের ওয়েবসাইটে (https://mof.portal.gov.bd) প্রবেশ করে ‘জাতীয় বাজেট ২০২৫-২৬-এর ওপর মতামত’ শিরোনামের লিংকে যেতে হবে। সেখানে নাম, ই-মেইল ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের পর মতামত দেওয়া যাবে।

প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে ২০শে ও ২১শে জুন চূড়ান্ত বাজেটের খসড়া প্রস্তুত করবে অর্থ মন্ত্রণালয়। এরপর ২২শে জুন উপদেষ্টা পরিষদের সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

চূড়ান্ত অনুমোদনের পর বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে এবং আগামী ১লা জুলাই থেকে তা কার্যকর হবে।

এইচ.এস/

প্রস্তাবিত বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250