রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সম্প্রতি উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মো. মাহফুজ আলম এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১১ই নভেম্বর) ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করে মাহফুজ আলম জানিয়েছেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে।

তিনি বলেন, "এটা আমাদের জন্য লজ্জার যে ৫ই আগস্টের পর আমরা বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এজন্য আমরা সবার কাছে ক্ষমাপ্রার্থী।" তিনি আরও বলেন, "যতদিন মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে, ততদিন তাকে কোথাও দেখা যাবে না।"

মাহফুজ আলম শেখ মুজিব এবং তার কন্যার কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "শেখ মুজিব এবং তার কন্যা ৭২ সালের অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার, এবং হাজার হাজার বিরোধী ও ভিন্নমতাবলীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে, তা অবশ্যই আওয়ামী লীগকে স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।"

তিনি আরও বলেন, "তবেই আমরা ৭১-এ পূর্ববর্তী শেখ মুজিবের কথা বলতে পারবো। ক্ষমা না চাওয়া এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো সমঝোতা সম্ভব নয়।"

এর আগে, রোববার (১০ই নভেম্বর) তিন নতুন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ওই দিন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। তবে, শপথ অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি এখনও টাঙানো ছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শপথ অনুষ্ঠানের পর এ ঘটনার প্রতিবাদ করেন।

ওআ/কেবি

বঙ্গভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250