শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

নিয়মিত পরিষ্কার রাখার পরও গলায় কালো দাগ হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিয়মিত মুখ ও গলা পরিষ্কার রাখার পরও কেন গলায় এমন দাগ পড়ে, তা হয়তো অনেকেরই অজানা। আর এ সমস্যা এড়াতে অনেকে বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে কেন গলায় কালো দাগ পড়ছে, তা আগে জানা জরুরি। কারণ এটি কঠিন রোগের লক্ষণও হতে পারে। অর্থাৎ থাইরয়েডের সমস্যার কারণেও গলায় কালো দাগ দেখা দিতে পারে।

থাইরয়েডের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। নারী-পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগতে পারেন। তবে নারীদের মধ্যেই থাইরয়েডের সমস্যা বেশি দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি দেখতে অনেকটা প্রজাপতির মতো। এটি গলায় অবস্থিত এমন একটি গ্রন্থি, যা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরিত হয়।

থাইরয়েডের সমস্যা দেখা দিলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। যদিও প্রথমদিকে এ সমস্যা টের পাওয়া যায় না, তবে একটু সতর্ক থাকলেই আপনি থাইরয়েডের সমস্যা শনাক্ত করতে পারবেন। আর যত তাড়াতাড়ি এই রোগ নির্ণয় হবে, শারীরিক সমস্যা তত দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন।

সঠিক চিকিৎসা ও জীবনধারণে পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়। গলার কালচে দাগসহ আরও যেসব লক্ষণ দেখা দেয় থাইরয়েডের সমস্যায় জেনে নিন-

আরো পড়ুন : ফুসফুসকে দূষণ থেকে রক্ষা করতে যা খাবেন

হাঁপিয়ে ওঠা

অল্পতেই হাঁপিয়ে ওঠা থাইরয়েডের অন্যতম এক লক্ষণ। যদি অল্প কাজেই ক্লান্ত লাগে, তবে সতর্ক হওয়া জরুরি।

ওজন বেড়ে বা কমে যাওয়া

হঠাৎ অতিরিক্ত রোগা বা মোটা হয়ে যাওয়াও কিন্তু থাইরয়েডের আরও এক লক্ষণ। থাইরয়েড হরমোনের মাত্রা ওঠা-নামা করার কারণে এমনটি ঘটে।

গলায় কালচে দাগছোপ

অনেকেরই গলায় কালচে দাগছোপ পড়ে। অনেক চেষ্টা করেও এ দাগ ওঠানো যায় না। এই কালচে দাগের কারণ হতে পারে থাইরয়েড। আসলে থাইরয়েডের মাত্রায় গোলমাল হলেই কালচে দাগ পড়ে গলায়।

অনিদ্রার সমস্যা

আবার ঠিকমতো ঘুম না হওয়া বা অনিদ্রার লক্ষণও কিন্তু থাইরয়েডের ভারসাম্য ঠিক না থাকার কারণে ঘটে। এক্ষেত্রে ঘুম এলেও আবার সময়মতো ঘুম ভাঙতে চায় না। এমনটি ঘটলে দ্রুত থাইরয়েড পরীক্ষা করানো দরকার।

উদ্বেগ বেড়ে যাওয়া

উদ্বেগ ও অবসাদ হঠাৎ বাড়তে শুরু করলেও সাবধান হওয়া দরকার। থাইরয়েড হরমোনের মাত্রার ওঠা-নামার সঙ্গে এর সরাসরি যোগ আছে।

অনিয়মিত মাসিক

থাইরয়েডের সমস্যা হলে নারীদের মাসিকও ঠিকমতো হয় না। যদি অনিয়মিত মাসিকের সমস্যায় ভোগেন তাহলে থাইরয়েড পরীক্ষা করানো জরুরি।

অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগা

অতিরিক্ত ঠান্ডা বা শীত শীত অনুভূত হওয়াও কিন্তু থাইরয়েডের অন্যতম এক লক্ষণ। আবার বেশি গরম লাগাও এই সমস্যার কারণ হতে পারে। হঠাৎ এমনটা হলে সতর্ক হতে হবে।

সূত্র: হেলথম্যাচ

এস/ আই.কে.জে/ 

কালো দাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন