ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মঙ্গলযান প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘টিম অগ্রদূত’।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে উত্তীর্ণ হয়ে সারাবিশ্বের মোট ৩১টি দল এবার ভারতের গোয়ার ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে।
২০২৫ সালের ২৮শে জানুয়ারি থেকে গোয়ার বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (বিআইটিএস) কে কে বিরলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে বাংলাদেশ থেকে রুয়েটের ‘টিম অগ্রদূত’-এর পাশাপাশি সুযোগ পেয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মঙ্গল বারতা’ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘প্রজেক্ট অল্টেয়ার’।
‘টিম অগ্রদূত’ প্রথম রাউন্ডে বিশ্বব্যাপী সব দলকে নিজেদের প্রজেক্টের ওপর একটি লিখিত রিপোর্ট ও একটি ভিডিও রিপোর্ট জমা দিতে হয়েছে, যা চূড়ান্ত পর্বে মূল্যায়নের সঙ্গে যোগ হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিম অগ্রদূতের টিম লিড ও মেকানিক্যাল লিড এস এম শাফায়েত জামিল বলেন, ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জের মতো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের টিমের উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। আমরা প্রতিটি ধাপে সর্বোচ্চ চেষ্টা করে দেশের সুনাম বৃদ্ধি করার জন্য কাজ করছি। সবার সহযোগিতা ও দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আরো পড়ুন : তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন