ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে।’ বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এরা (ইইউভুক্ত দেশ) সত্যিকার অর্থেই (আমেরিকার) সুবিধা নিয়েছে। এরা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না। এরা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নিই।’
ইইউর ওপর শুল্কারোপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সময়সীমা নির্ধারণ হয়েছে, এমনটা বলবো না। তবে এটি খুব শিগগির হতে চলেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য।’
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন