সোমবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চার গণমাধ্যমের কার্যালয় পেন্টাগন থেকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে।

ওই তালিকায় নিউইয়র্ক টাইমসসহ আরো আছে ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো। গণমাধ্যমগুলোকে অবশ্যই ১৪ই ফেব্রুয়ারির মধ্যে পেন্টাগনের কার্যালয় ছেড়ে দিতে হবে।

শুক্রবার (৩১শে জানুয়ারি) দিনের শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়।

এই গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খোলার জায়গা পাবে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের ঘোষণার প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র ই–মেইলে রয়টার্সকে বলেছেন, ‘কয়েক দশক ধরে আমরা পেন্টাগন থেকে খবর সম্প্রচার করছি। এখন সেই সম্প্রচার বুথে আমাদের প্রবেশের সুযোগ বাতিল করার এ সিদ্ধান্তে আমরা হতাশ।’

এই মুখপাত্র আরও বলেন, ‘এ সিদ্ধান্ত জাতীয় জনস্বার্থ–সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারে আমাদের সক্ষমতায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। তা সত্ত্বেও আমরা যে সততা ও দৃঢ়তাকে ধারণ করে সবসময় প্রতিবেদন করে গেছি, সামনের দিনগুলোতেও তা সেভাবেই অব্যাহত রাখব।’

আর ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে আরও বলেছে, ‘প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ পরিষ্কারভাবে জনস্বার্থের অনুকূলে নয়।’

হা.শা./ আই.কে.জে/  

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন