ছবি: সংগৃহীত
‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদমুখর হচ্ছেন শিল্পীরা। তবে ওই গ্রুপে এমন অনেকের নামই মিলছে, যারা ছিলেন প্রায় নীরব দর্শকের ভূমিকায়। সমালোচনার তীর থেকে বাদ পড়ছেন না তারাও। যার মধ্যে অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু।
বিষয়টি নিয়ে নিজেই আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা। একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।
বাবু বুঝাতে চাইলেন, তিনি চাইলেও সেই গ্রুপ থেকে লিভ নিতে পারেননি। যদিও হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন, তাদের কাছে বিষয়টি যৌক্তিক হওয়ার কথা নয়।
বাবু আরও বলেন, গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কী লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।
আরও পড়ুন: নেটদুনিয়ায় ঝড় তুলছেন মন্দিরা চক্রবর্তী
এদিকে এমন প্রতিক্রিয়ার পর ফজলুর রহমান বাবু বেশ তোপের মুখে পড়েন সোশ্যাল হ্যান্ডেলে। মন্তব্যের ঘরে অনেকেেই লিখেছেন, ‘আপনি এখনও বাবুই রয়ে গেলেন আর বড় হলেন না।’
এসি/ আই.কে.জে/