ছবি: সংগৃহীত
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির ঘর আলো করে পুত্র সন্তান এসছে। গত ২০শে ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান এসেছে। ছেলের নাম রেখেছেন অকায়। এই খবরের মধ্যেই আরেক জল্পনা শুরু হয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের পর কি রুপালি পর্দা ছাড়ছেন অভিনেত্রী?
২০২১ সালের জানুয়ারি মাসে তাদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর আনুশকাকে কেবল ‘কলা’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে। আর একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে। এর মধ্যেই আনুশকার একটি পুরনো সাক্ষাৎকারের খবর শোনা যায়। যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, খুব বেশি কাজ তিনি আর করবেন না।
আরো পড়ুন: জুতা ছুঁড়ে মারল অক্ষয় ও টাইগার শ্রফের দিকে!
দুই সন্তানের দেখভালের জন্য তাহলে কি এবার পাকাপাকিভাবে সিনেমাকে বিদায় জানাবেন? এ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মিলবে হয়তো।
এসি/