ছবি : সংগৃহীত
নানান দুর্লভ ও দুষ্প্রাপ্য পণ্যের নিলামের কথা শোনা গেলেও সামান্য লেবু নিলামে ওঠার খবর সম্ভবত এবারই প্রথম। ঘটনা ইংল্যান্ডের শ্রপশায়ারের। জানা যায়, একটি পুরানো ক্যাবিনেটের ড্রয়ারের পিছনে পাওয়া লেবুটি ২৮৫ বছর পুরনো। নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৭৮০ ডলার। তবে এটি কার কাছে বিক্রি করা হয়েছে সে তথ্য জানা যায়নি।
আরো পড়ুন : মেট্রোরেলে চড়ে বিয়েতে কনে!
সম্প্রতি শ্রপশায়ারের ব্রেটেলস নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯ শতকের একটি ক্যাবিনেট নিলামে তোলে। যে পরিবার এটি নিলামে তুলেছিল তারা জানায়, এটি তাদের এক মৃত আত্মীয়ের। একজন বিশেষজ্ঞ বিক্রির জন্য ক্যাবিনেটের ছবি তোলার সময় ড্রয়ারের পেছনে লেবুটি পায়। লেবুটির ওপরে খোদাই করে লেখা ছিল, ‘মিস্টার পি লু ফ্রাঞ্চিনি ৪ নভেম্বর ১৭৩৯ তারিখে মিস ই ব্যাক্সটারকে দিয়েছেন।’
এত বছর পুরনো লেবুটি পাওয়ার পর নিলাম প্রতিষ্ঠানটি লেবুটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। অবাক করার বিষয় হলো, এটির দাম ১ হাজার ৭৮০ ডলার পর্যন্ত ওঠে। নিলামে লেবুর এত দাম ওঠায় হতবাক হন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এদিকে ক্যাবিনেটটি বিক্রি হয়েছে মাত্র ৪০ ডলারে।
সূত্র : উইপিআই
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন