শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে পোশাক ছাড়া আর কী উপহার দেবেন, ভেবেছেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। তাই অনেকে ছুটছে মার্কেটে ঈদের কেনাকাটায়। এই রমজান মাসজুড়ে সবার আগ্রহ থাকে পোশাকের প্রতি। তবে এর বাইরেও কিছু পণ্য উপহার দেওয়া যায় পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনকে। তেমন কিছু সামগ্রীর কথা চলুন জেনে নিই- 

শোপিস


ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে বাড়িয়ে তুলতে পারেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে। তার জন্য নানা রকম শোপিস কিনে আনতে পারেন। ঈদের আগে পরিচ্ছন্ন করার সময় নতুন নতুন শোপিস যুক্ত করে ঘর-বাড়িকে আনন্দময় করে তুলুন।

জুয়েলারি

পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়জনকে জুয়েলারি সামগ্রী উপহার দিতে পারেন। সোনার কিংবা ডায়মন্ডের সামগ্রীও কিনতে পারেন। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থায়ী সম্পত্তি হিসেবেও থেকে যাবে।

আরো পড়ুন : এই গরমে শিশুদের ঈদের পোশাক কেমন হবে

গৃহস্থালি সামগ্রী


পরিবারের সদস্যদের জন্য পোশাক কেনা তো বাধ্যতামূলক। তবে এর বাইরেও ঘরের আসবাবপত্র বা শৌখিন কিছু কিনতে পারেন। যাতে ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। এর মধ্যে সোফা, ডাইনিং টেবিল, কর্নার সেলফ, বুক সেলফ, ওয়্যারড্রব, শোকেস প্রভৃতি হতে পারে এর অন্তর্ভুক্ত।

প্রযুক্তিপণ্য

ঈদের সময় হাতে নতুন একটি স্মার্ট ফোন না হলেই নয়। কিংবা একটা নতুন হাতঘড়ি বা সানগ্লাস কেনা যেতেই পারে। এ ছাড়া টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ওভেন, ব্লেন্ডার, ইস্ত্রি মেশিন প্রভৃতি কেনা যেতেই পারে। তাতে ঈদের আনন্দে ঘরের বাড়তি একটা জিনিস হয়ে যাবে।

বই