সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

ঈদে পোশাক ছাড়া আর কী উপহার দেবেন, ভেবেছেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। তাই অনেকে ছুটছে মার্কেটে ঈদের কেনাকাটায়। এই রমজান মাসজুড়ে সবার আগ্রহ থাকে পোশাকের প্রতি। তবে এর বাইরেও কিছু পণ্য উপহার দেওয়া যায় পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনকে। তেমন কিছু সামগ্রীর কথা চলুন জেনে নিই- 

শোপিস


ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে বাড়িয়ে তুলতে পারেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে। তার জন্য নানা রকম শোপিস কিনে আনতে পারেন। ঈদের আগে পরিচ্ছন্ন করার সময় নতুন নতুন শোপিস যুক্ত করে ঘর-বাড়িকে আনন্দময় করে তুলুন।

জুয়েলারি

পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়জনকে জুয়েলারি সামগ্রী উপহার দিতে পারেন। সোনার কিংবা ডায়মন্ডের সামগ্রীও কিনতে পারেন। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থায়ী সম্পত্তি হিসেবেও থেকে যাবে।

আরো পড়ুন : এই গরমে শিশুদের ঈদের পোশাক কেমন হবে

গৃহস্থালি সামগ্রী


পরিবারের সদস্যদের জন্য পোশাক কেনা তো বাধ্যতামূলক। তবে এর বাইরেও ঘরের আসবাবপত্র বা শৌখিন কিছু কিনতে পারেন। যাতে ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। এর মধ্যে সোফা, ডাইনিং টেবিল, কর্নার সেলফ, বুক সেলফ, ওয়্যারড্রব, শোকেস প্রভৃতি হতে পারে এর অন্তর্ভুক্ত।

প্রযুক্তিপণ্য

ঈদের সময় হাতে নতুন একটি স্মার্ট ফোন না হলেই নয়। কিংবা একটা নতুন হাতঘড়ি বা সানগ্লাস কেনা যেতেই পারে। এ ছাড়া টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ওভেন, ব্লেন্ডার, ইস্ত্রি মেশিন প্রভৃতি কেনা যেতেই পারে। তাতে ঈদের আনন্দে ঘরের বাড়তি একটা জিনিস হয়ে যাবে।

বই


বইপড়ুয়া বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা পরিবারের সদস্যদের ঈদের সময় তার প্রিয় বই উপহার দিতে পারেন। কেননা ঈদের ছুটিতে তারা যেন বাসায় বসে পছন্দের বই পড়তে পারেন। সময় কাটাতে বই হতে পারে তার সঙ্গী।

শিশুর খেলনা

ঈদে শিশুকে অবশ্যই পোশাক কিনে দিতে হবে। না হলে তার ঈদ একেবারেই জমবে না। ফলে এক ঈদেই এত পরিমাণ পোশাক সে উপহার পায় যে, সারাবছর না কিনলেও চলে। তাই পোশাকের বাইরেও শিশুকে বিভিন্ন খেলনা সামগ্রী উপহার দিতে পারেন।

গাড়ি

ঈদ উপলক্ষে বিত্তশালীরা আপনজনকে গাড়ি উপহার দিতে পারেন। কম বাজেটের মধ্যেও কিনতে পারেন গাড়ি। প্রয়োজন অনুসারে বাইসাইকেলও কিনে দিতে পারেন প্রিয়জনকে। তাহলে আনন্দ আরও বৃদ্ধি পাবে।

এস/ আই. কে. জে/ 

উপহার ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন