ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষাপটে ভারত-আফগানিস্তান সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে—এমন সময় খুব দ্রুতই ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান কার্গো পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।
আফগানিস্তানের তালেবান বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজির নয়াদিল্লি সফরের সময় এই ঘোষণা এসেছে। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় শস্য, ওষুধ ও শিল্পপণ্যে প্রবেশাধিকার পেতে তিনি ভারতকে বাণিজ্য বাড়াতে এবং কার্গো হাব খুলতে আহ্বান জানিয়েছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ জানান, কাবুলের সঙ্গে দিল্লি ও অমৃতসরের এয়ার ফ্রেট করিডরগুলো ‘সক্রিয়’ করা হয়েছে এবং ওই রুটগুলোতে খুব দ্রুত কার্গো ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, ‘আমাদের পক্ষের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। আমরা তাদের (আফগান) পক্ষের নথিপত্রের অপেক্ষায় আছি… তারা সেগুলো শেষ করলেই কার্গো ফ্লাইট শুরু হবে।’
ভারতীয় এয়ারলাইনগুলো আফগানিস্তানে উড়ে যেতে পারে না, কারণ পাকিস্তান এ বছর ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার পর তাদের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে—যা দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সংঘর্ষে রূপ নেয়। তবে আফগান এয়ারলাইনগুলো কাবুল-দিল্লির মধ্যে নিয়মিত যাত্রীসেবা চালিয়ে যাচ্ছে।
ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদিও নয়াদিল্লি ২০২১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ দ্রুত সম্পর্ক পুনর্বিন্যাস করেছে। বিশেষজ্ঞেরা এটিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপট এবং আফগানিস্তানে চীনের প্রভাব বাড়া নিয়ে ভারতের উদ্বেগ—উভয়ের ফলাফল হিসেবে দেখছেন।
গত মাসে আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফর ছিল ২০২১ সালের পর কোনো তালেবান নেতার ভারতের প্রথম সফর। এরপর দুই দেশ সম্পর্কে উন্নতি হয়েছে এবং ভারত ২০২১ সালে বন্ধ করে দেওয়া কাবুলে তাদের দূতাবাস পুনরায় খুলে দিয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন