শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের প্রথম ৮ দিনে এলো ৫১ কোটি ২৯ লাখ ডলারের রেমিট্যান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজান শুরুর আগে মার্চের প্রথম আট দিনে রেমিট্যান্স হিসেবে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ছয় কোটি ৪১ লাখ ১৩ হাজার ৭৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৬১৬ কোটি ৩৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (১০ই মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে পাঁচ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার। 

আরো পড়ুন: রমজানে কম দামে যেখানে মিলবে মাছ, দুধ, ডিম

একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার। ১৭ লাখ ৬০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।  

এইচআ/ 

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক মার্চ

খবরটি শেয়ার করুন