শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে। বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি এখন থেকে বিক্রি হবে ১২০ টাকা দরে। এ দর এতদিন ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দর কমে হচ্ছে ১১৮ টাকা। 

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি খোলা চিনির দাম ১২০ টাকা।

জানা গেছে, অপরিশোধিত চিনির দর বিশ্ববাজারে কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হা.শা./কেবি



চিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন