বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে 'শিক্ষিত বেকার ভাতা' চালু করবে বিএনপি: তারেক রহমান *** ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল *** ডিসেম্বরের আগে যেভাবে নির্বাচন আয়োজন সম্ভব, জানালেন আমীর খসরু *** কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার *** কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস *** কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত *** সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মোদি *** আজ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে *** নতুন প্রজাতির মশা আফ্রিকায়, নতুন সম্ভাবনা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে *** প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানকে নিয়ে যা বললেন মির্জা আব্বাস

ওয়াশিংটনে আজ আমেরিকা ও ভারতের বাণিজ্য আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে। আজ বুধবার (২৩শে এপ্রিল) আমেরিকার ওয়াশিংটনে শুরু হচ্ছে বাণিজ্য আলোচনা। এদিকে এক বিবৃতিতে আমেরিকা সরকার জানিয়েছে, ভারত ও আমেরিকার মধ্যকার বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা চুক্তির শর্তাবলি ঠিক হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ বুধবার (২৩শে এপ্রিল) হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, এ টার্মস অব রেফারেন্সে শুল্ক, অশুল্ক বাধা, উৎস বিধি ও শুল্কায়ন সহজীকরণ—সবকিছুই আমলে নেওয়া হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এখন ভারত সফরে আছেন। তার এ সফরের মধ্যেই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা শর্তাবলি নির্ধারণ করা হলো।

আজ বুধবার (২৩শে এপ্রিল) থেকে ওয়াশিংটনে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল। ইকোনমিক টাইমস জানিয়েছে, এই আলোচনার কেন্দ্রে থাকবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক। এ দুই পণ্যে গত ১২ই মার্চ ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেছেন, চলমান আলোচনার মধ্য দিয়ে আমেরিকা-ভারত বাণিজ্য সম্পর্কে ভারসাম্য ও পারস্পরিক সমঝোতা অর্জন করা সম্ভব। আর এ আলোচনায় ভারত গঠনমূলকভাবে অংশ নিচ্ছে এবং আমেরিকা চায়, উভয় দেশেই শ্রমিক, কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হোক।

আরএইচ/

বাণিজ্য দ্বিপাক্ষিক চুক্তি ভারত ও আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন