ছবি: সংগৃহীত
আমেরিকা ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে। আজ বুধবার (২৩শে এপ্রিল) আমেরিকার ওয়াশিংটনে শুরু হচ্ছে বাণিজ্য আলোচনা। এদিকে এক বিবৃতিতে আমেরিকা সরকার জানিয়েছে, ভারত ও আমেরিকার মধ্যকার বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা চুক্তির শর্তাবলি ঠিক হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
আজ বুধবার (২৩শে এপ্রিল) হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, এ টার্মস অব রেফারেন্সে শুল্ক, অশুল্ক বাধা, উৎস বিধি ও শুল্কায়ন সহজীকরণ—সবকিছুই আমলে নেওয়া হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এখন ভারত সফরে আছেন। তার এ সফরের মধ্যেই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা শর্তাবলি নির্ধারণ করা হলো।
আজ বুধবার (২৩শে এপ্রিল) থেকে ওয়াশিংটনে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল। ইকোনমিক টাইমস জানিয়েছে, এই আলোচনার কেন্দ্রে থাকবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক। এ দুই পণ্যে গত ১২ই মার্চ ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেছেন, চলমান আলোচনার মধ্য দিয়ে আমেরিকা-ভারত বাণিজ্য সম্পর্কে ভারসাম্য ও পারস্পরিক সমঝোতা অর্জন করা সম্ভব। আর এ আলোচনায় ভারত গঠনমূলকভাবে অংশ নিচ্ছে এবং আমেরিকা চায়, উভয় দেশেই শ্রমিক, কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হোক।
আরএইচ/
খবরটি শেয়ার করুন