রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল *** শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ *** সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ *** তারেক রহমানের উদ্দেশে ইসি সচিব—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ *** নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা *** বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারীকে ধরল পুলিশ

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (২৮শে মে) তিন দেশের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

স্পেনের স্বীকৃতি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন। ‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে।

মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিসভা ভোটের আগে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া ঘোষণা করেছেন, মন্ত্রিসভা ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে’, যার ‘একটি উদ্দেশ্য ছিল: ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।’

স্প্যানিশ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ‘একটি ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করা।’

আয়ারল্যান্ডের স্বীকৃতি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার।

মঙ্গলবার (২৮ মে) সকালে মন্ত্রিসভার বৈঠকে সরকার এই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। রামাল্লায় আয়ারল্যান্ডের পূর্ণ দূতাবাস স্থাপনের সঙ্গে সেখানে একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।’

নরওয়ের স্বীকৃতি

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইদে বলেন, ‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে সাহসী রক্ষকদের মধ্যে একটি নরওয়ে।’

সূত্র: আল জাজিরা

ওআ/  আই.কে.জে/

প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250