ফাইল ছবি (সংগৃহীত)
পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
সোমবার (১১ই মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে।
তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংকের কর্মীদের বিকাল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান শেষ হওয়ার পর অফিস ও ব্যাংকিং সময় আগের সময়সূচিতে ফিরে আসবে।
গ্রাহকরা সাধারণত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংকগুলোর কার্যক্রম শেষ করতে হবে।
আগামীকাল ১২ই মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে যাচ্ছে। রোজা শুরুর দিন থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ওআ/