সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

সুখী হওয়ার গোপন রহস্য জানালেন রচনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড থেকে শুরু করে টলিউড, একের পর এক দাপুটে ছবি দর্শকদের উপহার দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। বর্তমানে ভোট প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরে রাজনীতিতে নাম লিখিয়েছেন। জনপ্রিয়তার নিরিখে আজও তিনি পর্দার সেলিব্রিটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘যারা আমরা এই পেশায় (অভিনয়) কাজ করি, বিশেষ করে মেয়েরা তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে।’

তিনি বলেন,‘যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিবেন যদি সে এই পেশার মানুষ হন খুবই ভাল, নয়তো সেই বোধটা থাকা প্রয়োজন। তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা অন্যদের থেকে আলাদা। আর তা যে জীবন সঙ্গী হবে সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। নয়তো সুখী হওয়া খুব মুশকিল হয়ে যায়।’

আরো পড়ুন: যে গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন এই অভিনেত্রী

অভিনয়ে ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সব ফেলে আমাদের একদিন চলে যেতে হবে। সময়ের সঙ্গে নিজেকে পাল্টে ফেলতে চান। পবিবারকে সময় দেওয়া থেকে শুরু করে নিজের মতো করে সময় কাটাতে চান তিনি। কাজ বন্ধ করে নয়, তবে যেটুকু কাজ না করলেই নয়, সেইটুকু কাজ তিনি করে যাবেন।’

উল্লেখ্য, রচনা ব্যানার্জী বাংলা এবং ওড়িশা ছাড়াও দক্ষিণ ভারতের কিছু সিনেমায় অভিনয় করেছেন। অনেক সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রচনা ১৯৯৪ সালে পরিচালক সুখেন দাসের প্রথম সিনেমা ‘দান প্রতিদান’-এর মাধ্যমে এই অঙ্গনে প্রথম পা রাখেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া বলিউডি সিনেমা ‘সুর্য্যবংশম’-এ অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা গেছে তাকে। মোট ৩৫টি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রীকে বর্তমানে শুধু টিভি শোতেই দেখা যায়।

এসি/

সুখী রচনা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250