বুধবার, ২৮শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাতারবাড়ী-মহেশখালীকে সিঙ্গাপুর বানাতে চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব *** অনলাইন জুয়ায় জড়িত ১ হাজার এমএফএস ‘এজেন্টকে’ শনাক্ত করেছে সিআইডি *** বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণের পরিকল্পনা নেই সেনাবাহিনীর: আইএসপিআর *** ইশরাকের গেজেট স্থগিতের আপিল শুনানি আজ *** ঈদুল আজহা উপলক্ষে ৩রা জুন থেকে চলবে বিশেষ লঞ্চ *** সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা *** মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার, ইতিহাসের সর্বোচ্চ *** সুব্রত বাইন বরিশালের বাড়িতেও গিয়েছেন, গ্রেপ্তারে স্বজনদের স্বস্তি *** 'জাপান সফরে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসতে পারে' *** চারদিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ব্রেন টিউমারের ৫ লক্ষণ জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অন্যান্য টিউমারের মতো ব্রেইন টিউমারও দুই ধরনের। একটি বিনাইন, অপেক্ষাকৃত ভালো এবং অন্যটি মেলিগন্যান্ট, খারাপ প্রকৃতির। ব্রেন টিউমারের বিভিন্ন লক্ষণ প্রকাশ হতে পারে। অনেক সময় সাধারণ লক্ষণগুলো সহজে চেনা যায় না। ফলে চিকিৎসা নিতে দেরি হয়ে যায়। তাই সাধারণ লক্ষণ দেখা দিলেও অবহেলা করা একদমই উচিত নয়। কারণ দেরি করলে তখন অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই আগেভাগে লক্ষণ জেনে নেওয়া জরুরি। এতে লক্ষণ চেনা এবং চিকিৎসা নেওয়া সহজ হয়। চলুন জেনে নেওয়া যাক ব্রেন টিউমারের লক্ষণ-

অনবরত মাথাব্যথা

আপনার কি মাথাব্যথা লেগেই থাকে? তাহলে এটি সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যাবেন না। বরং মারাত্মক কোনো সমস্যার কারণ হতে পারে এটি। তাই একটানা মাথাব্যথা থাকলে বিশেষ করে যা কাশির সঙ্গে কিংবা সকালে বাড়ে এমন মাথাব্যথা হলে হতে পারে তা টিউমারের লক্ষণ। তাই এ ধরনের সমস্যায় সতর্ক হোন।

ব্যক্তিত্বের পরিবর্তন

আপনি হয়তো আগে অনেক হাসিখুশি ছিলেন কিন্তু ইদানিং অনেকটাই চুপচাপ হয়ে যাচ্ছেন। বিরক্তি, উদাসীনতা বা অনুপযুক্ত আচরণ, মানসিক নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী নির্দিষ্ট মস্তিষ্কের টিউমার হতে পারে। তাই আচরণে বড় ধরনের পরিবর্তন এলে সতর্ক হোন।

আরো পড়ুন : ভারত-বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

দৃষ্টিতে সমস্যা

ব্রেন টিউমারের কারণে দৃষ্টিতে সমস্যা দেখা দিতে পারে। অপটিক স্নায়ু, পিটুইটারি গ্রন্থি বা ওসিপিটাল লোবকে প্রভাবিত করে এমন টিউমার ডাবল ভিশন, ঝাপসা দৃষ্টি অথবা এক বা উভয় চোখে আংশিক কিংবা সম্পূর্ণ দৃষ্টি কমে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনার যদি দৃষ্টিতে সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

দুর্বলতা

দুর্বলতা নানা কারণেই হতে পারে। এই সমস্যা মানেই ব্রেন টিউমার নয়। তবে ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ হলো দুর্বলতা। তাই কোনো কারণ ছাড়াই দুর্বলতা লেগে থাকলে কিংবা শরীরের বিভিন্ন স্থানে অসাড়তা অনুভব করলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। হতে পারে এটি ব্রেন টিউমারের লক্ষণ।

হরমোনের ভারসাম্যহীনতা

পিটুইটারি বা হাইপোথ্যালামিক টিউমার হরমোনের সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করতে পারে, যে কারণে অকারণেই অনেকটা ওজন বেড়ে কিংবা কমে যায়। সেইসঙ্গে তৃষ্ণা বা প্রস্রাবের ধরনেও পরিবর্তন দেখা দিতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখলে সতর্ক হোন এবং দ্রুত চিকিৎসা নিন।

এস/  আই.কে.জে

লক্ষণ ব্রেন টিউমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন