শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রেখার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই তারকা অমিতাভ বচ্চন ও রেখা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। এমনকি কাজ করতে গিয়ে পরকীয়া প্রেমেও নাকি জড়িয়েছিলেন অমিতাভ-রেখা।

এদিকে ৮১ বছর বয়সে এসে নিজের ইনস্টাগ্রামের একটি ব্লগে রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন অমিতাভ। 

পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্তও তুলে ধরেন তিনি।

রেখার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লেখেন, এ সিনেমার পেছনে থাকা ইতিহাস কম নয়।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ‘মুকদ্দর কা সিকন্দর’ সিনেমায় রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিচলিত হয়ে পড়েছিলেন জয়া। পরে স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ।

আরো পড়ুন: আফরান নিশোকে দেখে লাফিয়ে উঠলেন স্বস্তিকা

অন্যদিকে আরেকটি ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আহ… এ ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনো একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

ছবিতে অমিতাভের সেই বন্ধুদের তালিকায় রয়েছেন— বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ (সঙ্গীত পরিচালক) এবং রেখা।

ছবিতে দেখা গেল একহাতে মাইক, অন্যহাতটি দর্শকদের উদ্দশ্যে নাড়ছেন শাহেনশা। বাকিরা অমিতাভের পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। 

‘ভুলে বিসরে নগমে’ শীর্ষক এক মিউজিক্যাল শোয়ের ফাঁকে তোলা হয় ছবি। ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি, জমকালো সিল্কের শাড়িতে রেখা। তার চুলে গজরা, গা ভর্তি গয়না।

সূত্র : হিন্দুস্তান টাইম

এসি/



অমিতাভ রেখা

খবরটি শেয়ার করুন