সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চীনা পণ্যে আরো শুল্ক আরোপে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরো শুল্ক আরোপ করতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে থাকা ট্রাম্প। 

তিনি বলেন, নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে আমি চীনের পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপ করতে পারি। আমাদের এটা করতেই হবে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে অন্যায্যমূলক বাণিজ্য অনুশীলনের এবং মেধা সম্পদ চুরির অভিযোগে এনেছেন। তিনি বলেন, আমি চীনের ক্ষতি করতে চাই না, পাশে থাকতে চাই। আমি মনে করি তারা দুর্দান্ত, কিন্তু তারা সত্যিই আমাদের দেশের সুবিধা নিয়েছে।

আরো পড়ুন: যে কারণে নিজের বাড়িতে চুরি করল চোর!

রাষ্ট্রপতি থাকার সময় বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছিলেন ট্রাম্প। এসময় শত শত বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তিনি।বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রায় আগের সরকারের সব শুল্ক বহাল রেখেছে। তবে শুল্ক আরোপের সিদ্ধান্তের নিয়ে সমালোচনা রয়েছে। কারণ এতে পণ্যের দাম বাড়ছে এবং দেশটিকে প্রতিযোগিতামূলক করে তুলতে বাধা সৃষ্টি করছে।

কিছু রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা মার্কিন-চীন অর্থনৈতিক সম্পর্কে বাধা সৃষ্টি হোক এমন বিষয়গুলিকে সমর্থন করছে। সম্প্রতি হাউস কমিটির প্রতিবেদনে, চীন থেকে আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ এবং দেশটিতে চীনা বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই দশকেরও বেশি সময় ধরে আমেরিকা চীনের সবচেয়ে বড় রপ্তানির বাজার হিসেবে রয়েছে। 

সূত্র: ফক্স নিউজ 

এইচআ/  আই.কে.জে/ 

চীন ডোনাল্ড ট্রাম্প শুল্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন