বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

ছবিগুলো অভিনেত্রী সাহারার নয়, সম্পাদিত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। তার দেখা মিলেছে ৬০টির মতো সিনেমায়। তবে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির।

সিনেমা ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেছিলেন, ‘বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এ ছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই।’

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় নায়িকা।

তবে আকস্মিকভাবেই সামাজিক মাধ্যম ফেসবুকে সরব হতে দেখা যায় এই নায়িকাকে। একের পর এক ছবি পোস্ট করতে থাকেন। সাম্প্রতিক সময়ের বেশকিছু ছবি দেখে ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা হতবাক। কেননা সাহারা যে লুকে ছবি পোস্ট করেছেন তা আকর্ষণীয়। ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপে। সাহারার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

তবে যাচাই করে দেখা গেছে, সাহারার নামে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে, তা মোটেও ওই অভিনেত্রীর নয়। তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা, বিভিন্ন ছবি থেকে সম্পাদন করে সাহারার মুখ বসানো হয়েছে। আবার কোনো ছবি এআই দিয়ে বানানো।

খোঁজ নিয়ে জানা গেছে, সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হচ্ছে, সেটিও ভুয়া।

জে.এস/

সাহারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250