শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া দরকার?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কম বেশি সবারই সাধারণ সমস্যা হলো অতিরিক্ত ওজন। এই ওজনের ফলে নানা রকম অসুস্থতাও দেখা দেয়। কিন্তু কার জন্য কতটা ওজন ঠিকঠাক এই বিষয়টিও জেনে রাখা দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া দরকার?

আরো পড়ুন : এই সময়ে পেট ঠান্ডা রাখতে কোনটি খাবেন, লাউ নাকি পেঁপে?

উচ্চতা অনুযায়ী একজন মানুষের ওজন কত হওয়া প্রয়োজন সে তালিকা নিচে তুলে ধরা হলো-

অনেকে জটিল রোগ নিয়ে চিকিৎসকের কাছে যান। কিন্তু অতিরিক্ত ওজনটা সুস্থ হতে বাধা দেয়। তাই আপনি ওজন কমানো কিংবা বাড়ানোর আগে উচ্চতা অনুযাযী সঠিক ওজনটি জেনে নেবেন।

আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় আর উচ্চতা মাপা হয় মিটারে। ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকেই বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) বলা হয়।

বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে তা স্বাভাবিক বলে মনে করা হয়। এবার বিএমআইয়ের তালিকা মতে আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত জেনে নিন।

এস/ আই.কে.জে/


ওজন উচ্চতা

খবরটি শেয়ার করুন