বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা *** ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল *** জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, জুলাইয়ে কতটা হবে *** আমেরিকার সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

কোরিয়ান মেয়েরা যেভাবে যৌবন ধরে রাখেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বায়োলজিক্যাল নিয়মে শরীরের বয়স বেড়ে যায়। আর এর প্রভাব একেক জনের ক্ষেত্রে একেক রকম। কেউ কেউ অল্প বয়সেই বুড়িয়ে যায়, আবার কেউবা ৫০ পেরুলেও প্রাণোচ্ছল ও সতেজ থাকেন। তবে কোরিয়ানদের ক্ষেত্রে বিষয়টিতে ভিন্নতা লক্ষ্য করা যায়। সব বয়সেই তাদের যৌবন ধরে রাখার প্রবণতা রয়েছে। আর তাই তো কোরিয়ান মেয়েদের সৌন্দর্যের রহস্য নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

যে কেউ কোরিয়ান মেয়েদের দেখে সহজেই আকৃষ্ট হন। সব বয়সে যৌবন ধরে রাখতে কীভাবে ত্বকের যত্ন নেন কোরিয়ানরা? তাদের ‘পোর্সিলিন স্কিন’ পাওয়ার উপায় কী? আর এ কাজটির জন্য তারা ৭টি কৌশল অবলম্বন করেন। আপনিও কি কোরিয়ানদের মতো যৌবন ধরে রাখতে চান? তবে চলুন এ টিপসগুলো জেনে নেওয়া যাক-

১. নিয়ম করে ত্বকের যত্ন 

প্রতিদিন, নিয়ম করে ত্বকের যত্নের জন্য কিছু সময় রাখতে হবে। এর মধ্যে রয়েছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো আছেই। পাশাপাশি নিয়মিত ত্বকের প্রকৃতি অনুযায়ী মাস্ক ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে ত্বকের জন্য ১৫ মিনিট বরাদ্দ রাখতে হবে। সপ্তাহে ১-২ দিন করতে হবে স্ক্রাবিং।

২. প্রচুর পানি পান 

টানা ১০ দিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে দেখুন। নিজেই ত্বকে পার্থক্য টের পাবেন। আসলে যতই ময়েশ্চারাইজার মাখুন, শরীর ডিহাইড্রেটেড হলে, তাতে কাজ হবে না। সুন্দর ত্বক পেতে দেহের পানির ভারসাম্য বজায় রাখতে হবে।

৩. নিয়মিত ব্যায়ামের অভ্যাস

কোরিয়ানরা বেশিরভাগই ফিট থাকতে পছন্দ করেন। নিয়মিত কার্ডিও, ওয়েট ট্রেনিং ইত্যাদি করেন তারা। ব্যায়াম যে শরীর ভালো রাখে তা নয়। ত্বকের জন্যও দুর্দান্ত এটি। নিয়মিত ব্যায়াম করলে দেহে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। ফলে ত্বক আরও সুন্দর দেখায়।

৪. মেকআপ করার পদ্ধতি

কোরিয়ানরা হালকা প্রাইমারের ভক্ত। মেকআপ করলেও ত্বকের আসল রঙটাই তুলে ধরতে চান তারা। লাইট ফাউন্ডেশন ব্যবহার করেন। অতিরিক্ত হাইলাইট এড়িয়ে চলেন। ডে লুকের জন্য লিপস্টিকে রাখেন ন্যুড বা প্যাস্টেল শেড।

৫. উন্নত মানের প্রসাধনী

এমন কোনও পণ্য ত্বকের ব্যবহার করা উচিত নয়, যেটি সম্পর্কে ভালো করে জানা নেই। প্রসাধনী ভালো কি না, সেটি দেখেই কিনুন। এই নিয়ে একটুও আপোস করা চলবে না। কোরিয়ানরা ভালো মানের প্রসাধনী ব্যবহার করেন।

৬. বিশেষ কিছু পণ্য

কোরিয়ান বিউটি ভ্লগারদের প্রায়শই কিছু পণ্য ব্যবহার করতে দেখা যায়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি সিরাম, ত্বকের ধরন অনুযায়ী মাস্ক, পিম্পেল প্যাচ, ভালো মানের টোনার, স্ক্রাব।

৭. খাবারের প্রতি সচেতনতা

কোরিয়ান সুন্দর ত্বকের আরও একটি কারণ হলো, তাদের খাদ্যাভ্যাস। বিভিন্ন ধরের সবজি থাকে তাদের ডায়েটে। ফলে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় না। ত্বকও উজ্জ্বল হয়।

আরএইচ/


যৌবন কোরিয়ান নারী কোরিয়ান টিপস সৌন্দর্য পরামর্শ কোরিয়ান মেয়েদের যৌবন ধরে রাখার কৌশল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন