শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

‘ইত্যাদি’র মঞ্চে কণ্ঠশিল্পী মনির খান। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

তিন দশক ধরে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝিনাইদহে। ১৭ই মে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের বটবৃক্ষ চত্বরে ইত্যাদির শুটিং চলাকালীন ইত্যাদির টিম পড়ে ঝড়ের কবলে। 

সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টার ঝড়, বজ্রপাত ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও সাউন্ড সিস্টেম। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল ইত্যাদি টিম। অবশেষে প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব। ৩০শে মে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।

এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান সংগীতশিল্পী মনির খান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহ নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।

ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৩০শে মে সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের লা-হোয়-আ কোভে সৈকতে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এইচ.এস/

ইত্যাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250