শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

‘ইত্যাদি’র মঞ্চে কণ্ঠশিল্পী মনির খান। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

তিন দশক ধরে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝিনাইদহে। ১৭ই মে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের বটবৃক্ষ চত্বরে ইত্যাদির শুটিং চলাকালীন ইত্যাদির টিম পড়ে ঝড়ের কবলে। 

সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টার ঝড়, বজ্রপাত ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও সাউন্ড সিস্টেম। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল ইত্যাদি টিম। অবশেষে প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব। ৩০শে মে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।

এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান সংগীতশিল্পী মনির খান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহ নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।

ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৩০শে মে সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের লা-হোয়-আ কোভে সৈকতে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এইচ.এস/

ইত্যাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন