রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে গিয়ে পাসপোর্ট হারালে যেভাবে দেশে ফিরবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

লাখো বাংলাদেশি প্রতিবছর বিভিন্ন প্রয়োজনে ভারত ভ্রমণ করেন। প্রতিবেশী রাষ্ট্রে চিকিৎসা, ব্যবসা, পড়াশোনাসহ বিভিন্ন কারণে যান বাংলাদেশিরা। তবে সেখানে পৌঁছে যদি কখনো পাসপোর্ট হারিয়ে ফেলেন তখন পড়তে হবে বিড়ম্বনায়। সঠিক পথে না এগোলে দেশে ফেরাও কঠিন হয়ে পড়তে পারে।

বাংলাদেশ থেকে ভারতে এসে কেউ পাসপোর্ট হারিয়ে ফেললে নানা বিপদ এবং সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ, পাসপোর্ট শুধু একজনের পরিচয়পত্র নয়, এটা নিজদের দেশে ফিরে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পাসপোর্ট হারিয়ে গেলে সঠিক উপায়ে দেশে ফেরার জন্য কয়েকটি কাজ করতে হবে।

আরো পড়ুন : কোন ধরনের বোতলে পানি খাওয়া স্বাস্থের জন্য নিরাপদ?

পাসপোর্ট হারালে কী করতে হবে?

যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় বা কাছাকাছি থানায় অভিযোগ জানাতে হবে। এক্ষেত্রে কোনও থানায় গিয়ে জেনারেল ডায়েরি বা জিডি করা প্রথম কাজ। ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে। তারপরেই যোগাযোগ করতে হবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।

ওই দরখাস্ত এবং জিডির কাগজ দেখিয়ে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইনস্যুরেন্স সংগ্রহ করতে হবে। সেখান থেকে পাওয়া পারমিট ও ইনস্যুরেন্স নিয়ে দিল্লিতে বা কলকাতায় অবস্থিত ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) গিয়ে নিতে হবে এক্সিট পারমিট। এফআরআরও থেকে যেদিন দেশে ফেরার তারিখ দেয়া হবে, সেদিনই ফিরতে হবে বাংলাদেশে।

আবেদনের জন্য কী কী লাগবে?

দূতাবাস সূত্রে জানা গেছে, এক্সিট পারমিটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সেই জন্য লাগবে হারানো পাসপোর্টের ফটোকপি, হারানো পাসপোর্টের সঙ্গে থাকা ভিসা এবং অ্যারাইভালের কপি। দিতে হবে কয়েক কপি ছবি এবং জিডির কপি। এছাড়াও লাগবে ‌‘সি ফর্ম’। এই সি-ফর্ম ছাড়া আবেদন করা যায় না।

তবে যাদের এই ফর্ম থাকবে না তাদেরকে, তারা যে বাড়িতে থাকবেন, সেই বাড়ির মালিকের আধার কার্ড এবং বিলের কপি নিয়ে আবেদন করতে হবে।

সব কাগজ দিয়ে অনলাইনে এফআরআরওতে আবেদন করতে হবে। এরপর এফআরআরও অফিসে গিয়ে সমস্যার কথা জানাতে হবে। এরপর এক্সিট পারমিট পেলে, নির্ধারিত তারিখে দেশে ফেরা যাবে।

এস/ আই.কে.জে/



পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন