বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

এই জয় যতটা আমার, ঠিক ততটাই তোমার : কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মহাকাব্য লিখে, ইতিহাসের অংশ হয়েই ক্রিকেটের এই সংস্করণ থেকে বিদায় নিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের পর স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ের মুখভঙ্গি মুহূর্তেই ভাইরাল অন্তর্জালের দুনিয়ায়। বিশ্বকাপ হাতে কোহলির ছবি পোস্ট করে বলিউড তারকা ও কোহলির জীবনসঙ্গী আনুশকা শর্মা লেখেন, ‘এই মানুষটা আমার ঘরবাড়ি।’ এদিকে কোহলিও আনুশকার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে নিয়েছেন স্ত্রীর সঙ্গে। কী লিখেছেন তিনি? জেনে নেওয়া যাক।

বিয়ের আগের কোহলি আর পরের কোহলির মধ্যে বিস্তর ফারাক। বিয়ের পর কোহলির আগ্রাসী, আক্রমণাত্মক ভাব নাকি অনেকটাই কমে গেছে। রাগ, ক্ষোভ, হতাশার মতো আবেগপ্রবণ অনুভূতিগুলোও আগের চেয়ে অনেক পরিণতভাবে সামাল দেন। বন্ধুত্ব, উদারতা, নীরবতা আর কোমলতার ভেতর দিয়েও যে শক্ত মনের পরিচয় দেওয়া যায়, কোহলির ভেতর তা-ই দেখেছে বিশ্ব। বিশ্বকাপ জয়ের পর তাঁর পোস্টেও সেটি উঠে এল। কোহলি লিখেছেন, ‘আমার ভালোবাসা, তুমি ছাড়া এসবের কিছুই সম্ভব হতো না। এত অর্জনের কাছাকাছিও পৌঁছাতে পারতাম না আমি। তুমি প্রতিনিয়ত আমাকে বিনয়ী হতে, মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছ। আর শিখিয়েছ সত্যিকার অর্থে শতভাগ সততার মানে।’

আরো পড়ুন : কোহলিকে অভিনন্দন জানালেন ব্রাজিলিয়ান তারকা

ফাইনাল ম্যাচে ৫৯ বলে ৭৬ রান করে কোহলি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে হয়েছেন ম্যাচসেরা। টি–টোয়েন্টি ক্যারিয়ারে ইতি টেনেছেন বিশ্বকাপ হাতে নিয়ে। এর চেয়ে সেরা বিদায় আর কীই–বা হতে পারত! কোহলি আরও লেখেন, ‘আমি এই সবকিছুর জন্য তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ঠিক ততটাই তোমার। তুমি যেমন, তেমন হয়ে ওঠার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’

আনুশকা ওই পোস্টের মন্তব্যের বাক্সে ‘অসীম ভালোবাসা’ চিহ্ন এঁকেছেন। মাত্র ১২ ঘণ্টায় এই পোস্ট পছন্দ করেছেন ১ কোটি ১০ লাখের বেশি ভক্ত।

এর আগে আনুশকা ইনস্টাগ্রাম পোস্টে কোহলিকে উদ্দেশ করে লেখেন, ‘আর...এই মানুষটা আমার ভালোবাসা। আমি খুবই কৃতজ্ঞ যে তুমিই আমার ঘরবাড়ি। এখন (ঘরে ফিরে এসে) এক গ্লাস পানীয় দাও, আমরা উদ্‌যাপন করি!’

আনুশকার পোস্টেও ‘লাভ রিঅ্যাক্ট’ ছাড়িয়ে গেছে ১ কোটি ৫ লাখ।

এস/ আই.কে.জে/ 


বিরাট কোহলি আনুশকা শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250