মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

৬ বছরের বড় সোহিনীর সঙ্গে পিঁড়িতে বসছেন শোভন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোহিনী-শোভনের প্রেম চর্চা দিনগুনলে একবছরও হবে না। এরই মধ্যে সোহিনী-শোভন তাদের সম্পর্ক সিলমোহর দিচ্ছেন। বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। 

জানা গেছে, খুব শিগগিরই তারা বিয়েও করে নেবেন। তবে সেটা কবে তা নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। গত বছর সোহিনী-শোভন দুজনেই ব্রেকআপের মতো ঘটনার মধ্য দিয়ে গেছেন। তাই প্রথম থেকেই এই সম্পর্ককে সবার আড়ালে রাখাই শ্রেয় বলে মনে করেছিলেন তারা। তবে প্রেমের খবর কখনই গোপন থাকে না। এক্ষেত্রেও সেটা হয়নি। শোভন-সোহিনীর প্রেমের খবর চাউর হয়ে যায়। 

এদিকে সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভন বারবার কটাক্ষের শিকার হয়েছেন। সোহিনী যেহেতু শোভনের থেকে বয়সে বড়, তা নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তারা। তবে এসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ এই জুটি। 

আরো পড়ুন: তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন দীঘি

এই মুহূর্তে শোভনের বয়স ৩১ বছর। তিনি জন্মেছিলেন ১৯৯৩ সালের ১ এপ্রিল। অপরদিকে উইকিপিডিয়া মতে সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ মার্চ। হিসাব মতো তার বয়স ৩৭ বছর। এর মানে শোভন সোহিনীর চেয়ে ৬ বছরের ছোট। তবে বয়স কোনোভাবেই তাদের সম্পর্কের পথে বাধা হয়নি। 

এর আগেও শোভন বয়সে বড় ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের দীর্ঘ দিনের প্রেমের পরও শোভনের সঙ্গে ইমনের সম্পর্ক ভেঙে যায়। এরপর অবশ্য শোভন তার চেয়ে ছোট অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই শোভন সম্পর্কে জড়ান সোহিনীর সঙ্গে। 

জুলাই না নভেম্বরে কবে বিয়ে করতে চলেছেন এই জুটি, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।  

এসি/

সোহিনী শোভন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন