ছবি : সংগৃহীত
অনেকে সারাদিন চিন্তায় মগ্ন থাকে আমি কেন সিঙ্গেল, আমার কেন কোনো সঙ্গী নাই? কিন্তু আপনি যদি সিঙ্গেল থাকার সুবিধাগুলো জানেন তাহলে এসব নিয়ে কোনো মন খারাপ আপনার থাকতো না। জেনে নিন জীবনে সিঙ্গেল থাকার সুবিধাগুলো-
নিজের সব সিদ্ধান্ত নিজে নেওয়া
সিঙ্গেলরা যা ইচ্ছা তাই করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অন্য কারও পানে চেয়ে থাকতে হয় না। ক্লাস শেষে বিকালে তিনি কি কোনো আড্ডায় যোগ দেবেন নাকি বাড়ি গিয়ে নেটফ্লিক্সের সিরিজে ডুবে থাকবেন, সে সিদ্ধান্ত একান্তই তার।
ইচ্ছামতো ঘোরা যায়
সিঙ্গেল মানুষ নিজের ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারেন। 'ওখানে কেন গেলে, আমাকে নিয়ে গেলে না কেন, কার সঙ্গে দেখা হলো'-এমন প্রশ্নের ফিরিস্তি তাদের দিতে হয় না। ভালোবাসার মানুষ থাকলে এসব নিয়ে জটিলতা তৈরি হতো।
নিজেকে হারিয়ে না ফেলা
আপনার প্রিয় শখ ছবি আঁকা, কিন্তু সঙ্গী চান আপনি অবসর সময়ে আইইএলটিএসের প্রস্তুতিতে নিয়োজিত থাকুন। সিঙ্গেল হলে কিন্তু এই দোটানায় আপনাকে পড়তে হবে না। কারণ, তাদের নিজেদের ইচ্ছামতো ‘হবি’ বা শখ পূরণের সুযোগ থাকে। সঙ্গীকে মুগ্ধ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার বা সৃষ্টিশীল কাজ থেকে দূরে সরে যাওয়ার ভয় থাকে না।
নিজের লক্ষ্যে অবিচল থাকা
আপনার লেখালেখি ভালো লাগে। কিন্তু প্রেমিক বা প্রেমিকার দাবি, তার পরিবারের খাতিরে আপনাকে করতে হবে সরকারি চাকরি। এমন পিছুটানে শেষ পর্যন্ত আপনার নিজের স্বপ্নই অধরা থেকে যাবে। সম্পর্কে না থাকা মানুষেরা তাই নিজেদের লক্ষ্যে অবিচল থাকার সুবিধা পেয়ে থাকেন।
নেটওয়ার্কিং ভালো হয়
সামাজিকতা বা যোগাযোগ অর্থে আজকাল তরুণেরা 'নেটওয়ার্কিং' শব্দটি অনেক ব্যবহার করে থাকে। সিঙ্গেলরা নেটওয়ার্কিংয়ের অধিক সুযোগ পেয়ে থাকেন, যা দীর্ঘমেয়াদে তাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ইত্যাদিতে সুফল আনে। কারণ, দিনশেষে তাদের কারও কাছে জবাবদিহি করতে হয় না যে 'অমুকের সঙ্গে কেন মিশছ, তমুক প্রতিষ্ঠানে কেন গিয়েছ' ইত্যাদি। এমন চাপের কারণেই বোধহয় আশেপাশের অনেককে দেখবেন সম্পর্কে যাওয়ার পর সবকিছু থেকে কেমন যেন ‘গায়েব’ হয়ে গেছেন।
আরো পড়ুন : একটানা বৃষ্টিতে নষ্ট হতে পারে কাঠের আসবাব, কী করবেন?
খরচ কম
সিঙ্গেলরা বিবাহিতদের তুলনায় আর্থিকভাবে চাপমুক্ত থাকেন। প্রেম করলে বাইরে খাওয়া, সিনেমা দেখা, ঘোরাফেরা, কেনাকাটা ইত্যাদির খরচ যোগ হবে। আর সেটা দু’পক্ষের ক্ষেত্রেই। তাছাড়া সম্পর্কে থাকা মানে একটা দায়িত্ববোধ ঘাড়ে এসে পড়া। অনেক সময় এই দায়িত্ববোধ ব্যক্তির ঝুঁকি নেওয়ার সাহস কেড়ে নেয়।
নিজেকে অগ্রাধিকার দেওয়া
সিঙ্গেলরা নিজের ব্যাপারে ফোকাস করতে পারেন এবং নিজের মতো চলতে পারেন। যেমন- নিজের পরীক্ষার পড়া রেখে সঙ্গীর এসাইনমেন্ট তৈরিতে সময় ব্যয় করতে হয় না তাদের। নিজের জন্য বাড়তি সময় পাওয়ায় তিনি শরীরচর্চায় ব্যস্ত হতে পারেন। ফলে স্বাস্থ্যও ভালো থাকে।
ঘুম ভালো হয়
আজকাল সোশ্যাল মিডিয়া যেকোনো সম্পর্কে বড় প্রভাব রাখে। ফেসবুক, ইন্সটাগ্রামে সঙ্গীকে নজরদারির একটা প্রবণতা এসময় সবার মধ্যেই কম-বেশি দেখা যায়। সঙ্গী কোন ছবি আপলোড দিল, কার ছবিতে লাইক-কমেন্ট করলো, রাতে কতক্ষণ অনলাইন থাকলো এসব নিয়ে নানা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। অন্যদিকে, যে সিঙ্গেল তার এমন কোনো ব্যাপারে মাথা ঘামাতে হয় না। তার মেজাজ ভালো থাকে এবং ঘুমটা শান্তির হয়।
একা থাকা ভালো হলেও নি:সঙ্গতা কারো কাম্য নয়। কারণ, নিসঙ্গতা থেকে বিষণ্নতা সৃষ্টি হতে পারে। তাই জীবনে চলার পথে উপযুক্ত মানুষটিকে পেলে তার হাত ধরতে আপনাকে যেন দুইবার ভাবতে না হয় সেটিও মাথায় রাখবেন।
সূত্র: সাইকোলজি টুডে
এস/কেবি
খবরটি শেয়ার করুন