বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ

গাড়ি আটকে বাছুরকে বাঁচালো গরুর পাল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

প্রকৃতিগতভাবে সব মা তার সন্তানের প্রতি সর্বোচ্চ যত্নবান হয়ে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। প্রাণীদের মধ্যে এমন মমতার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত পথে গাড়ির পথ আটকে দাঁড়িয়েছে একপাল গরু। এরপর পার হয়ে যাচ্ছে একটি বাছুর। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে সন্তান রক্ষায় মায়ের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন।

বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরের রাজ্য ছত্তিশগড়ের রায়গড়ে। তবে এটি সাম্প্রতিক নাকি আগের কোনো সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন : ঠোঁট সুন্দর করতে ৭৫ লাখ টাকা খরচ, অতঃপর যা হলো...

ভিডিওতে দেখা গেছে, গাড়ির নিচে একটি বাছুর আটকা পড়ে। এ সময় গাড়িটি বাছুরটিকে ২০০ মিটার পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে যায়। এরপর নাটকীয়তা শুরু হয়। চার-পাঁচটি গরুর একটি পাল গাড়ির গতিরোধ করে। ফলে চালক গাড়ি থামাতে বাধ্য হন। এতে করে প্রাণে রক্ষা পায় বাছুরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি থামার সঙ্গে সঙ্গে লোকজন গাড়ির নিচ থেকে বাছুরটিকে বের করে আনেন। এতে করে বাছুরটি ভালো রকম আঘাত পেলেও প্রাণে বেঁচে যায়। উদ্ধারের পর এটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অনলাইনে প্রাণীর মধ্যে এমন সহানুভূতির এ দৃশ্য বহু মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেকে গরুর অনুভূতির সহজাত প্রবৃত্তির প্রশংসা করেছেন। এমনকি উদ্ধারে এগিয়ে আসা বাকিরাও প্রশংসার বন্যায় ভাসছেন।

আনশুল সাক্সেনা নামের একজন ব্যক্তি লিখেন, ‘একজন মায়ের সন্তানের বিপদ বুঝতে পারার সহজাত প্রবৃত্তি থাকে। সন্তানকে মায়ের সুরক্ষার ঘটনা চোখে না দেখা পর্যন্ত কেউ সত্যিকার অর্থে মায়ের এই শক্তি বুঝতে পারবে না।’

আরেক ব্যবহারকারী লেখেন, বাছুরটিকে প্রাণে রক্ষা ও তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা। ছত্তিশগড়ের রায়গড়ের বাসিন্দাদের প্রতি সালাম রইলো। এমনকি এটিকে সমবেদনা ও সম্মিলিত প্রচেষ্টার দারুণ এক উদাহরণ বলেও উল্লেখ করেছেন।

এস/কেবি

গরুর পাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন