প্রতীকী ছবি
১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (২১শে মার্চ) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ঐ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এতে অংশ নেবেন বিশিষ্ট মুফতি ও আলেমগণের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা।
প্রসঙ্গত, গত বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করেছিল জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।
ওআ/ আই. কে. জে/