শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টিকটক নিষিদ্ধের বিল পাস হলো মার্কিন সিনেটে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে মার্কিন সিনেটে মঙ্গলবার (২৩শে এপ্রিল) একটি বিল পাস হয়েছে। 

এই বিলের আওতায় অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাইটড্যান্সকে তার অংশীদারত্ব বিক্রির জন্য নয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে আমেরিকায় বন্ধ করে দেওয়া হবে। 

সিনেটে বিলটি ব্যাপক সমর্থন পেয়ে পাস হয়। বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর ও বিপক্ষে দিয়েছেন ১৮ জন। বিলটি আইন হিসেবে কার্যকর হতে এখন শুধু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর লাগবে। 

অ্যাপটির মাধ্যমে চীন আমেরিকার নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে পারে ও তার মাধ্যমে তাদের ওপর জরিপ করতে পারে বলে আমেরিকার আইন প্রণেতারা উদ্বিগ্ন। তাই এই বিল দ্রুত মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভে পাস করা হয়। 

বুধবার (২৪শে এপ্রিল) এই বিলে জো বাইডেনের স্বাক্ষর করার কথা রয়েছে। 

ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, কয়েক বছর ধরে আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অ্যাপকে নিয়ন্ত্রণ করার অনুমতি দিয়েছি যা একটি অদূরদর্শী সিদ্ধান্ত ছিল। তবে নতুন আইনে চীনা মালিককে অ্যাপটিকে বিক্রি করতে হবে। এটি আমেরিকার জন্য ভালো একটি পদক্ষেপ। 

চীন ও আমেরিকার মধ্যে টিকটিককে নিয়ে চার বছর ধরে দ্বন্দ্ব চলছে। অ্যাপটি আমেরিকার ১৭ কোটি মানুষ ব্যবহার করে। প্রযুক্তি খাতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান যুদ্ধগুলোর মধ্যে এটি একটি। 

আরও পড়ুন: আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক

গত সপ্তাহে অ্যাপল বলেছে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ তুলে অ্যাপল স্টোর থেকে মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ ও থ্রেডস প্ল্যাটফর্ম সরানোর নির্দেশ দিয়েছে চীন। 

প্রথম সংশোধনীর ভিত্তিতে বিলটিকে চ্যালেঞ্জ করবে টিকটক। সেই সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীরাও আবার আইনি ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে। নভেম্বরে মন্টানার একজন মার্কিন বিচারক বাকস্বাধীনতার কথা উল্লেখ করে টিকটকের ওপর একটি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করেন। 

টিকটক বলছে, আমেরিকার নাগরিকদের তথ্য কখনো শেয়ার করে না এবং করবেও না। তবে বিল পাশের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। আইনটি ঠেকাতে কোম্পানিটি দ্রুত পদক্ষেপ নেবে বলে কর্মীদের জানিয়েছে। 

২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকটক ও উইচ্যাটকে নিষিদ্ধ করার চেষ্টা করেন। তবে সেসময় আদালত তার প্রস্তাবনাটি বাতিল করে। 

বিশেষজ্ঞদের মতে, বাইটড্যান্স অ্যাপটি বিচ্ছিন্ন করতে ব্যর্থ হলে বাইডেন প্রশাসন টিকটক নিষিদ্ধ করার জন্য একটি শক্তিশালী আইনি পদক্ষেপ নিতে পারবে। 

বাইটডেন্স অ্যাপটির শেয়ার ছেড়ে না দিলে অ্যাপস্টোরগুলোতে টিকটককে নিষিদ্ধ করবে অ্যাপল ও গুগল। 

সূত্র: রয়টার্স, বিবিসি

এসকে/ আই.কে.জে/ 

আমেরিকা টিকটক

খবরটি শেয়ার করুন