রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

ব্যালন ডি’অরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে অদম্য। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। মাঠের বাইরের ঘটনাও তার নজর এড়ায় না। কোনো কিছু পছন্দ না হলে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

আগামী ২২শে সেপ্টেম্বর প্যারিসে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। গত পরশু এই পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ৩০ জনের তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় লিওনেল মেসি-রোনালদোর কেউই জায়গা পাননি। এক সময় যে মেসি-রোনালদোর মধ্যে ব্যালন ডি’অরের পুরস্কার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতো, তাদের কারও নাম নেই টানা দ্বিতীয়বারের মতো।

এবারের ব্যালন ডি’অর কে জিততে পারেন—পরশু রাতে রোনালদোর কাছে পর্তুগালের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অর? এটা আমার কাছে কাল্পনিক মনে হয়।’

ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর কার্যকারিতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন রোনালদো। এ বছরের জুন-জুলাইয়ে আমেরিকায় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের আগে রোনালদোকে ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল এবারের ব্যালন ডি’অর নিয়ে।

পর্তুগিজ ফরোয়ার্ড তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘যে দল চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তাদের মধ্যে যেকোনো একজনের ব্যালন ডি’অর জেতা উচিত। নির্দিষ্ট কারও নাম বলতে পারছি না। প্রতিদ্বন্দ্বী অনেক এখানে। লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে অথবা ভিতিনহা জিততে পারে ব্যালন ডি’অর। আমি ব্যক্তিগত পুরস্কারে খুব একটা বিশ্বাস করি না। কারণ, পর্দার আড়ালে কী ঘটে, সেটা আমার জানা। ব্যক্তিগত পুরস্কারের কোনো মূল্য নেই।’

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন