সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়জনের মধ্যে যেসব গুণ খুঁজে বেড়ায় নারীরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারীরা পুরুষদের নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এমনটাই বলে গবেষণা। প্রিয়জনের মধ্যে নারীরাই খুঁজে বেড়ায় বিশেষ কিছু গুণ। এই গুণগুলো পুরুষের মধ্যে থাকতে তিনিও আন্তরিকতা-ভালোবাসা পেতে থাকেন অঢেল। আর তাই জেনে নিন, যে গুণগুলো থাকলে আপনিও প্রিয়জনের কাছে কাঙ্খিত হতে পারবেন।

ভালো মন-মানসিকতার অধিকারী : নারীরা এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, যার মন মানসিকতা ভালো হওয়া চাই। অনেক পুরুষ আছেন, যারা শুধু নিজেকে নিয়ে ভাবতেই ভালোবাসেন, এ ধরনের পুরুষকে নারীরা পছন্দ করেন না।

হাসিখুশি থাকা জরুরি: গম্ভীর মানুষকে কেউই পছন্দ করেন না। নারীরাও ঠিক এমন পুরুষ চান, যিনি হাসিখুশি থাকতে ভালোবাসেন। আপনার মধ্যেও যদি এ গুণ থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, আর যদি আপনি গম্ভীর প্রকৃতির হন তাহলে হাসিখুশি থাকার চেষ্টা করুন।

আরো পড়ুন : ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু বিষয়ে সতর্ক হোন

সবাইকে ভালো রাখার মানসিকতা: শুধু নিজের খেয়াল রাখলে চলবে না। পরিবার-পরিজন সবাইকে ভালো রাখার চেষ্টা করেন যে পুরুষ, তাকে নারীরা জীবনসঙ্গী হিসেবে পেতে চান। অন্যকে যে ভালো রাখতে চেষ্টা করেন, আগামীদিনে তাকেও ভালো রাখতে পারবেন এই ভেবে নারীরা এ ধরনের পুরুষের প্রতি দুর্বল হন।

দায়িত্বশীল হওয়া বাধ্যতামূলক: জীবনসঙ্গীর সঙ্গে নারীরা সবার প্রথমেই খোঁজেন, তিনি কতটা দায়িত্বশীল। এ ধরনের পুরুষের কাছে নারীরা নিশ্চিন্তবোধ করেন।

সত্য কথার বিকল্প নেই: মিথ্যা দিয়ে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক গড়তে ও আজীবন তা টিকিয়ে রাখতে হয় সত্য ও ভালোবাসার বন্ধনে। যে পুরুষরা মিথ্যা বলেন, নারীরা তার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করেন। সত্যবাদীকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান নারীরা।

এস/ আই.কে.জে

প্রিয়জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন