রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

তিন দিনব্যাপী চর্যাপদের গানের পুনর্জাগরণ উৎসব শুরু

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’ শুরু হয়েছে বুধবার (৯ই জুলাই)। দ্বিতীয়বারের মতো উৎসবটির আয়োজন করছে ভাবনগর ফাউন্ডেশন। বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপার রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স থেকে আসা লালনপন্থী সাধক ফকির দেবোরাহ জান্নাত। তিনি বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকের সাধকরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।’ বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের ৬ নম্বর গান পরিবেশন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক-শিক্ষক কিথ ই কান্তু। তিনি বলেন, ‘চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকরা তাদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার। স্বাগত বক্তব্য দেন গবেষক সাইমন জাকারিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার কক্ষে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে চর্যাগান পরিবেশন করেন সাধকশিল্পী বাবুল আক্তার, লুৎফর রহমান, আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম, কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম, নাহিদ ও রঞ্জিত। অনুষ্ঠান উপস্থাপনা করেন নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস।

চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫ চলবে আগামীকাল শুক্রবার (১১ই জুলাই) পর্যন্ত। উৎসবের আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে।

‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান পরিবেশনের মাধ্যমে বক্তৃতা করবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।

তৃতীয় দিন শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ প্রদান করবেন চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধক সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার।

এ ছাড়া একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাব সাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চর্যাপদের গানের প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ, এক যুগ ধরে চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শিল্পীদের ক্রেস্ট প্রদান এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে সমাপনী ভাষণ দেবেন লেখক ও গবেষক ফরহাদ মজহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া এবং ভিক্ষু জিনবধি। তিন দিনের অনুষ্ঠানমালার উপস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করছেন ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত এবং কবি শাহেদ কায়েস।

চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250