রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৪ উপায়ে জিতে নিতে পারেন যে কারো মন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই মনে করেন কারো মন জেতার জন্য আকাশের চাঁদ আনার প্রয়োজন। তবে এটা কি সত্যিই? মোটেই তা নয়। মাত্র ৪ উপায়ে জিতে নিতে পারেন যে কারো মন। জেনে নিন সেই ৪ উপায় সম্পর্কে-

সম্মান করুন

প্রত্যেকের উচিৎ তার সঙ্গীকে সম্মান করা। আপনিও নিশ্চয় অন্যের কাছে শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসের আশা রাখেন। তাহলে আপনাকেও সেদিকে খেয়াল রাখতে হবে। কখনও প্রিয় মানুষটিকে অসম্মান করে কিছু বলবেন না। তার সঙ্গে ভালোভাবে কথা বলুন। তার মতামতে যোগ্য সম্মান জানান। দেখবেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকবে। এক সময় খুব সহজেই তার মনে আপনি স্থান পাবেন।

আরো পড়ুন : সর্দি-কাশি হলে যেসব খাবার না খাওয়াই ভালো

সময় দিন

সম্পর্কের শুরুতে ঠিক যতটা সময় দিতেন, পরবর্তীতে কি ঠিক ততটা দিতে পারছেন? যদি আপনার উত্তর থাকে ‘না’। তাহলে একটু হলেও পিছেয়ে পড়ছেন। পারলে সময়ের পরিধি বাড়ান। আগে যতটা সময় দিতেন, পরবর্তীতেও তাকে ঠিক ততটাই সময় দিন। সময়ের ব্যবধানে ব্যস্ততা বাড়তেই পারে। তাই সপ্তাহে একদিন তাকে নিয়ে ঘুরতে চলে যান। সেই সময়টা ব্যালেন্স করুন। দিনের কোনো একটি সময়ে মুখোমুখি বসে দুজনে কথা বলুন। চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিন। তার মুখে হাসি ফুটবে।

মতামতে গুরুত্ব দিন

বেশিরভাগ মানুষই অন্য কারো মতামতের গুরুত্ব দিতে চান না। আপনিও তাদের মতো ভুল করবেন না। বরং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও প্রিয় মানুষটির সঙ্গে আলোচনা করুন। আর তার মতামতকেও গুরুত্ব দিন। এতে তিনি বেশ খুশি হবেন। আর তার মনেও আপনি জায়গা করে নিতে পারবেন সহজেই।

কার গুরুত্ব বেশি, কার কম

এটা ঠিক যে আপনি সবাইকে এক সঙ্গে খুশি রাখতে পারবেন না। এ ক্ষেত্রে তাই একটুখানি বুদ্ধি করে চলতে হবে। আপনার প্রিয় মানুষটিকে একটু বেশি সময় দিন, অন্যদের থেকে। তাকে প্রায়োরিটি লিস্টেও সবার উপরে রাখুন। বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে গিয়ে পরিবারের মানুষগুলোকে অবহেলা করবেন না।

এস/কেবি

টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন