সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বাজারমূল্য ৬০ লাখ ডলার, হামজার একারই ৪৯ লাখ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে মোট বাজারমূল্যের বিচারে ভারতের তুলনায় বাংলাদেশের দাপট স্পষ্ট। এ হিসাব-নিকাশে একাই পার্থক্য গড়ে দিয়েছেন মূলত হামজা দেওয়ান চৌধুরী। 

গত বছরের ডিসেম্বরে সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুসারে, ভারতের অবস্থান ১২৬ নম্বরে। তাদের চেয়ে ৫৯ ধাপ পেছনে থাকা বাংলাদেশ রয়েছে ১৮৫তম স্থানে। অর্থাৎ কাগজে-কলমে শক্তির বিবেচনায় ভারত এগিয়ে। তবে বাংলাদেশের স্কোয়াডে শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজার অন্তর্ভুক্তি দুই দলের সামর্থ্য ও দক্ষতার পার্থক্য নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য।

এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী মঙ্গলবার (২৫শে মার্চ)। শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে অবশ্য একটি দিক থেকে ভারতের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সেটা হলো- দুই দলের খেলোয়াড়দের মোট বাজারমূল্য।

আসন্ন লড়াইয়ের জন্য ভারতের কোচ মানোলো মার্কেজ দিয়েছেন ২৫ জনের স্কোয়াড। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন ২৪ জনের স্কোয়াড। ট্রান্সফার মার্কেট জানিয়েছে, ভারত দলের মোট বাজারমূল্য ৬০ লাখ ৬৪ হাজার ডলার। 

অন্যদিকে বাংলাদেশ দলের মোট বাজারমূল্য ৮৬ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলা হামজা চৌধুরীর একার দামই প্রায় ৪৯ লাখ ডলার।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্য বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন ও বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সালের। তাদের দাম দুই লাখ ৭০ হাজার করে। বিপরীতে ভারতের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বাজারমূল্য মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার অপুইয়ার। তার দাম তিন লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ তিন লাখ ৫৩ হাজার ডলার বাজারমূল্য একই ক্লাবের ডিফেন্ডার শুভাশীষ বোসের।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। গ্রুপের বাকি দুটি দল হংকং ও সিঙ্গাপুর। পয়েন্ট তালিকার শীর্ষ দল পাবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার টিকিট।

এইচ.এস/


হামজা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন