রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমার দ্বিতীয় পর্ব

জানা গেলো আখেরি মোনাজাতের সময়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠানরত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল রোববার (১১ই ফেব্রুয়ারি) শেষ হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। মোনাজাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হয়। আখেরি মোনাজাত ফজরের নামাজের পর থেকে দুপুরের আগে যেকোনো সময় অনুষ্ঠিত হয়। অতীতে বিভিন্ন সময় মোনাজাত শুরু হতে ১০টা বা ১১টাও বেজে যেত। কয়েক বছর ধরে ৯টা-১০টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হয়।

গত রোববার ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় হয়। কিন্তু দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (১১ই ফেব্রুয়ারি) সকাল ১০-১১টার মধ্যে হবে বলে জানিয়েছেন মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ জায়েম। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ মোনাজাত পরিচালনা করবেন বলেন জানান তিনি।

আরও পড়ুন: আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমার আশপাশে গণপরিবহন বন্ধ

আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১০ই ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানান তিনি।

মাহবুব আলম বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এসকে/ 

আখেরি মোনাজাত ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন