ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস।
নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের এক নিকটাত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাকে বিএসএফ আটক করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর ক্যাম্পে নিয়ে যান। সেখান থেকে বিএসএফের সদস্যরা তাকে বসিরহাট মহকুমার স্বরুপনগর থানায় হস্তান্তর করেন।
স্বরুপনগর থানা থেকে বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) বিমল কৃষ্ণকে বসিরহাট কোর্টে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন বলে জানা গেছে।
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়ের করা মামলা নম্বর-৪৮৬/২৪।
আরও পড়ুন:কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক
এদিকে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেফতারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা মিষ্টি বিতরণ করেছেন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ই আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে কী না জানি না। তবে তার নামে কোনো মামলা নেই।
এসি/ আই.কে.জে/