বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

যশোর বোর্ডের এইচএসসির ফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোর বোর্ডে এ বছরের এইচএসসি ঘোষিত ফলাফল মানতে পারেনি পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ৬৬ হাজার আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর অর্ধেকের বেশি আবেদন পড়েছে ইংরেজিতে।

যশোর বোর্ড প্রতিষ্ঠার পর এবার সবচেয়ে বেশী আবেদন জমা পড়লো। সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ইংরেজির দুই পত্রে।

উল্লেখ্য, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান সপ্তম। যশোর শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। যশোর শিক্ষাবোর্ড থেকে এ বছর এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে পাস করেছেন ৭৮ হাজার ৭৬৪ জন। এ বছর যশোর বোর্ডে ৩১ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন।

আরও পড়ুন: কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ৩০শে অক্টোবর

বোর্ডের পরীক্ষা বিভাগের তথ্যানুযায়ী, এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বাংলা প্রথম পত্রে পাঁচ হাজার ২৯৪, দ্বিতীয় পত্রে পাঁচ হাজার ২৯৪, ইংরেজি প্রথম পত্রে ১৮ হাজার ৯৫১, দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৯৫১, অর্থনীতি প্রথম পত্রে ৯২, দ্বিতীয় পত্রে ৯২, সমাজবিজ্ঞান প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, যুক্তিবিদ্যা প্রথম পত্রে ৮৯, দ্বিতীয় পত্রে ৮৯, মনোবিজ্ঞান প্রথম পত্রে ৫ , দ্বিতীয় পত্রে ৫, ভূগোল প্রথম পত্রে ৮৮, দ্বিতীয় পত্রে ৮৮, পরিসংখ্যান প্রথম পত্রে ১, দ্বিতীয় পত্রে ১, আরবি প্রথম পত্রে ১, দ্বিতীয় পত্রে ১, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৯৮৯, দ্বিতীয় পত্রে তিন হাজার ৯৮৯, রসায়ন প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, জীববিজ্ঞান প্রথম পত্রে ২০, দ্বিতীয় পত্রে ২০, কৃষিশিক্ষা প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, ইসলাম শিক্ষা প্রথম পত্রে ১৯, দ্বিতীয় পত্রে ১৯, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ৬৪৭, দ্বিতীয় পত্রে ৬৪৭, উচ্চতর গণিত প্রথম পত্রে ৩৩, দ্বিতীয় পত্রে ৩৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে ৫০, দ্বিতীয় পত্রে ৫০, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০, সমাজ কর্ম প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে সাত ও দ্বিতীয় পত্রে সাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ছয় হাজার ৯৭৪, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে ৫ ও দ্বিতীয় পত্রে ৫, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রথম পত্রে ১৩ ও দ্বিতীয় পত্রে ১৩, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স প্রথম পত্রে ১২ ও দ্বিতীয় পত্রে ১২, ইতিহাস প্রথম পত্রে ২৪ ও দ্বিতীয় পত্রে ২৪টি আবেদন জমা পড়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা তাদের ফলাফলে সন্তুষ্ট না বলেই আবেদন করেছেন। ইতিমধ্যে পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হয়েছে। এক মাসের মধ্যে নিরীক্ষণের ফলাফল ঘোষণা করে হবে।

এসি/কেবি

যশোর বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250