বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা *** ২৬ কোটি টাকায় ঈদের ৬ সিনেমা *** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

বর্ষায় এসি বিস্ফোরণ এড়াতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকালের বৃষ্টি স্বস্তি এনে দিলেও রোদের তেজ কখনও কখনও অস্বস্তিতে ফেলে দেয়। এতে করে বৃষ্টির সময়ও এসি ব্যবহার করেন অনেকেই। তবে এসময় অর্থাৎ বর্ষায় এসি চালানোতে সবচেয়ে বেশি ভয় থাকে এসি বিস্ফোরণের। দেখে নিন কীভাবে এসি বিস্ফোরণ এড়াতে পারবেন-

>> বর্ষাকাল মানেই যখন-তখন ঝড়বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। বাড়ি থেকে বেরোনোর সময়ে যদি দেখেন আকাশে এক ফোঁটা মেঘ নেই, তা হলেও মনে করে এসির প্লাগ খুলে রাখতে ভুলবেন না।

>> বর্ষায় এসি চালালে তা অবশ্যই ‘ড্রাই মোডে’ করে রাখুন। এ সময়ে ঘরের আর্দ্রতা দূর করারও অন্যতম উপায় এটি। এসি ড্রাই মোডে করে রাখলে দীর্ঘ দিন পর চালালে যান্ত্রিক কোনো গোলযোগ দেখা দেওয়ার ঝুঁকি কম থাকে।

>> এসির বাইরের অংশ সপ্তাহে অন্তত এক বার করে মুছে নেওয়া জরুরি। ধুলাবালি উড়ে এসে জমা হতে পারে এসির গায়ে। ধুলা জমে জমে এই যন্ত্রে সমস্যা হতে পারে। অনেক সময়ে ধুলার কারণে এসির ফিল্টার এবং কয়েল নষ্ট হয়ে যায়। তাই ধুলাবালি পরিষ্কার করা জরুরি।

আরো পড়ুন : পরিচ্ছন্নতার ‘গোপন’ সূত্র জানা আছে কি?

>> বর্ষায় সব সময় এসি চালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু কখনো যদি দরকার পড়ে, তবে এসির তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রির মধ্যে রাখাই ভালো। বর্ষার আবহাওয়ায় এই তাপমাত্রায় সবচেয়ে বেশি স্বস্তি পাবেন। এছাড়া এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিলও কম আসবে।

>> বর্ষায় এসির এয়ার ফিল্টারের বাড়তি যত্ন নিন। কারণ এই সময় এখানে পানি ঢুকে কিংবা অন্য কোনো কারণে হাওয়া চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। হাওয়া চলাচল করতে না পারলে এসি খারাপ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তাই ফিল্টারের যত্ন নেওয়া জরুরি।

>> এর পাশাপাশি এসির আউটডোর ইউনিটও নির্দিষ্ট দিন অন্তর পরিষ্কার করা উচিত। যাতে ময়লা না জমতে পারে। এসির আশপাশে কিছু রাখবেন না।

>> এসির এয়ারফ্লো যাতে বাধাহীনভাবে হতে পারে, সেদিকে নজর রাখা উচিত।

>> এসির প্ল্যাগের সঙ্গে কখনও এক্সটেনশন কর্ড ব্যবহার করবেন না। এয়ার কন্ডিশনারে লোড থাকে অনেক বেশি। এক্সটেনশন কর্ড সব সময় এই লোড বহনে সক্ষম হয় না।

>> পাশাপাশি বছরে অন্তত দুবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারেন। বর্ষার শুরুতেই কাজটি করতে পারলে সবচেয়ে ভালো হয়। টেকশিয়ানের হাতে আপনার এসি কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।

এস/কেবি

টিপস এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন